বাংলাহান্ট ডেস্ক : অপেক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে সরকার। উৎসবের মুখে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণার পর স্বাভাবিকভাবে উচ্ছাসিত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সরকারের এই সিদ্ধান্তের ফলে ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন।
বছরে দুবার করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। শেষবার মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছিল। এরপর এ বছর কবে মহার্ঘ ভাতা বাড়ানো হয় সেই দিকেই তাকিয়ে ছিলেন লক্ষ লক্ষ কর্মচারী। এই কর্মচারীদের মনে স্বস্তি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
আরোও পড়ুন : মাইনাস ২০০ ডিগ্রিতেও ছিল অ্যাক্টিভ! ল্যান্ডার রোভার নিয়ে চমকে দেওয়া তথ্য ISRO’র, ফের ঘুম ভাঙার ইঙ্গিত ?
তবে শুধু কেন্দ্রীয় সরকার নয়, উৎসবের মুখে এই রাজ্য সরকারও হাঁটল ডিএ বৃদ্ধির পথে। উড়িষ্যার নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। উড়িষ্যার সরকারি কর্মচারীদের জন্য এটি দারুন সুখবর। উড়িষ্যার রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ এবং ডিআর এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ। উড়িষ্যা সরকার শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক শুক্রবার ঘোষণা করেন রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ভাতা (ডিআর) বৃদ্ধি করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিআরের হার এই বৃদ্ধির পরে ৪২ থেকে ৪৬ শতাংশে গিয়ে পৌঁছেছে। নতুন মহার্ঘ ভাতার হার প্রযোজ্য হবে ২০২৩ সালের ১ জুলাই থেকে।





Made in India