নিজস্ব প্রতিনিধি,নানুর,বীরভূমঃ গত পরশু বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি-তৃনমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নানুরের রামকৃষ্ণপুর গ্রামে। অভিযোগ,বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি করে তৃনমূল আশ্রিত দুস্কৃতিরা।
স্থানীয় সূত্রে জানা গেছিল,ওই গ্রামে বিজেপির নেতা-কর্মীরা দলীয় পতাকা লাগাতে যায়। সেই পতাকা লাগানো নিয়ে প্রথমে তৃনমূলের সাথে বিজেপির বচসা বাধে। তারপরেই শুরু হয় বোমাবাজি। অভিযোগ,বিজেপি কর্মী স্বরূপ গড়াইকে লক্ষ্য করে

গুলি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় তিনি গুরুতর জখম হন। তড়িঘড়ি তাকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বর্ধমান মেডিকেল কলজে ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে তাকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে। এরপরই তিনি গতকাল সন্ধ্যায় মারা যান। সেইদিন রাতেই হাসপাতালে যান বিজেপি নেতারা। স্বরূপ গড়াই নানুরে বিজেপির যুব নেতা হিসাবে খুব জনপ্রিয় ছিল। আজ নানুরে আসছে বিজেপি নেতৃত্ব।
এই ঘটনার জেরে ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।





Made in India