বাংলাহান্ট ডেস্ক: অপেক্ষার অবসান। সব জল্পনা সত্যি করে ফের অভিনয় জগতে পা রাখলেন দেবশ্রী রায় (debasree roy)। জি বাংলায় ‘সর্বজয়া’ ধারাবাহিক নিয়ে ফিরছেন তিনি। অতি সম্প্রতি চ্যানেলের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে সিরিয়ালের ঝকঝকে নতুন প্রোমো। আর প্রোমো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে ট্রোল।
সর্বজয়া নাকি হুবহু স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র নকল। প্রোমো দেখে নেটিজেনদের একটি বড় অংশের বক্তব্য, এত মিল এত মিল ভাবা যায় না। সর্বজয়া শ্রীময়ীরই যমজ বোন। নতুন সিরিয়ালকে ‘শ্রীময়ী লাইট’ তকমা দিয়েছে নেটজনতা।

তবে এই বিতর্ক নিয়ে সর্বজয়ার লেখক স্নেহাশিস চক্রবর্তী অবাক। আনন্দবাজার ডিজিটালের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কোনো সিরিয়াল দেখেই কখনো তিনি কোনো সিরিয়ালের চিত্রনাট্য বানাননি। দর্শকরা সিরিয়ালটি এখনো না দেখেই কিভাবে সিদ্ধান্তে পৌঁছলেন? উপরন্তু তিনি আরো প্রশ্ন তোলেন, সর্বজয়া যদি শ্রীময়ীর নকলই হতো, পুরনো বিষয় নিয়ে তৈরি ধারাবাহিকে দেবশ্রীর মতো জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী কি অভিনয় করতে রাজি হতেন?

জি বাংলার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে সর্বজয়ার প্রোমো। জয়া নামে এক গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন দেবশ্রী। সংসারের জন্য তিনি নিজের সব শখ, আহ্লাদ বিসর্জন দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও নিজের মানুষগুলোর মন জয় করে উঠতে পারেননি।
তা সত্ত্বেও মেয়ের কথায় যখন সবার সামনে কিছুক্ষণের জন্য বাধা নিষেধ ভুলে নেচে ওঠেন সঙ্গে সঙ্গে ধেয়ে আসে কটাক্ষ, সমালোচনা। কিন্তু জয়ার পাশে দাঁড়ায় তাঁর স্বামী। জয়াকে আবারো নিজের নাচ শুরু করার অনুরোধ করেন।
https://www.instagram.com/tv/CPAZuEChn31/?utm_medium=copy_link
এর আগেই দেবশ্রী জানিয়েছিলেন, একেবারেই ভিন্ন স্বাদের গল্প। তাছাড়া তাঁর চরিত্রটিরও বেশ গুরুত্ব রয়েছে। তাই আর হ্যাঁ বলতে দেরি করেননি তিনি। সিরিয়ালের চিত্রনাট্য নিয়ে নাকি দারুন উচ্ছ্বসিত তিনি।





Made in India