বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Election) ভোটগণনা। রাজধানীতে আম আদমি পার্টি নিজেদের শাসন বজায় রাখবে নাকি ২৭ বছর পর রাজধানীতে পদ্ম ফুটবে তা স্পষ্ট হয়ে যাবে আজই। তবে, দিল্লিতে ভোটের পর্ব মেটার পরেই বুথফেরত সমীক্ষার পরিসংখ্যানে বিজেপিকে এগিয়ে থাকতে দেখা গিয়েছিল।
দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Election) ফলাফল:
সেই রেশ বজায় রেখেই ভোট গণনার (Delhi Election) দিনেও বর্তমানে বিজেপি এগিয়ে রয়েছে ৩৯ টি আসনে। এর পাশাপাশি আম আদমি পার্টি ৩১ টি আসলে এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে, কংগ্রেস একটিও আসন নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে পারেনি।
এদিকে, প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগিয়ে থাকলেও দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা নিজের জয়ের ব্যাপারে চরম আত্মবিশ্বাসী রয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, রাজধানীতে এবারে নির্বাচন মূলত শুভ এবং অশুভের লড়াই। যেখানে কেজরিওয়ালের পক্ষেই মানুষ রায় দেবেন।
আরও পড়ুন: কোহলি-রোহিত নয়! চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের “তুরুপের তাস” হবেন এই প্লেয়ার, চমকে দেবে নাম
সাম্প্রতিক ফলাফল অনুযায়ী জানা গিয়েছে যে, এই মুহূর্তে নয়াদিল্লি আসনে এগিয়ে (Delhi Election) রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে, অতিশি মার্লেনা সহ মণীশ শিশোদিয়ার আপের হেভিওয়েট প্রার্থীরা পিছিয়ে রয়েছেন। অন্যদিকে এগিয়ে রয়েছেন, প্রবেশ বর্মা এবং রমেশ বিদুরির মতো প্রথম সারির বিজেপি প্রার্থীরা।
আরও পড়ুন: সিনিয়র সিটিজেনদের জন্য দুর্ধর্ষ স্কিম SBI-র! মিলবে লক্ষ লক্ষ টাকা, জানুন বিস্তারিত
এদিকে, দিল্লির সামগ্রিক পরিসংখ্যানের ভিত্তিতে এবার আপ-কংগ্রেসকে খোঁচা দিয়ে টুইট করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। যেখানে তিনি দাবি করেছেন ওই দুই দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই দিল্লি নির্বাচনের ফলাফলে বিজেপি সুবিধা পেয়েছে এবং এগিয়ে চলেছে। শুধু তাই নয়, নিজের “X” হ্যান্ডলে তিনি স্পষ্ট লিখেছেন, “নিজেদের মধ্যে আরও ঝগড়া করে চলো”।
 
			 
 
    




 Made in India
 Made in India