বাংলা হান্ট ডেস্ক: ক্যালেন্ডার বলছে আর মাত্র একমাস! তারমধ্যেই সেরে ফেলতে হবে পুজোর কেনাকাটা। আর এরমধ্যেই ঢাকে কাটি পড়ে যাবে। পুজো মানেই একাধিক প্ল্যান বাঙালিদের ঠাকুর দেখা, অঞ্জলি, খাওয়া দাওয়ার সঙ্গে ফিল্ম দেখতে যাওয়ার প্ল্যানও সঙ্গে রাখে বাঙালি। আর বাঙালি দর্শকদের কাছে উপহার ২০১৯ সালের দুর্গাপুজোতে আসছে বাংলার তিনটি মেগাস্টারের ছবি । একদিকে কোয়েলের ‘মিতিন মাসি’, অন্যদিকে দেবের ‘পাসওয়ার্ড’ আবার পরমব্রতর ‘সত্যান্বেষী ব্যোমকেশ’।
পাসওয়ার্ড’-এর টিজার: পুজোর মেজাজ নিয়ে হাজির হতে চলেছেন বাংলার মেগাস্টার দেব। অনলাইন অপরাধ নিয়ে গল্প সাজিয়ে তৈরি দেবের পরবর্তী ছবি ‘পাসওয়ার্ড’। ছবির দ্বিতীয় টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে। দেব ছবিতে রয়েছেন এক ইন্টালিজেন্স পুলিশ অফিসারের চরিত্রে। দেব ছাড়াও ছবিতে রয়েছেন রুক্মিনী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়। পুজোর মধ্যে ২ রা অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবি।
মিতিন মাসি’র টিজার: ‘মেয়েছেলে নয় বলুন মহিলা’,টিজারের শুরু থেকেই সংলাপে , অ্যাকশনে মাত করেছেন কোয়েল মল্লিক। ২০১৯ সালের দুর্গাপুজোয় তিনি এবার ‘রণং দেহি’ মেজাজ নিয়ে ধরা দেবেন সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্ট চরিত্র মিতিন মাসির ভূমিকায়।
পরমব্রতর ‘সত্যান্বেষী ব্যোমকেশ’টিজার: পুজোর আসরে রুদ্রনীল ও পরমব্রতরাও থাকছে। এবার ‘অঞ্জন দত্তের ব্যোমকেশ’ হিসাবে উঠে আসছেন পরমবর্ত চট্টোপাধ্যায়। আর সঙ্গে অজিত হিসাবে থাকছেন রুদ্রনীল। মুক্তি পেল ছবির টিজার।





Made in India