বাংলাহান্ট ডেস্ক: টলিউডের সবথেকে আকর্ষণীয় আইবুড়ো অভিনেতাদের মধ্যে একজন দেব (Dev)। জীবনসঙ্গিনী ঠিক করাই রয়েছে। অথচ বিয়ের নামগন্ধ নেই সাংসদ অভিনেতার। তিনি কখনো রাজনীতি, কখনো অভিনয় নিয়ে ব্যস্ত। চলতি মাসের শেষেই মুক্তি পেতে চলেছে ‘কিশমিশ’। দেবের বিপরীতে তাঁর বাস্তবের ‘রোহিণী’ রুক্মিনী মৈত্র (Rukmini Moitra)।
শনিবার শহরের এক নামী মলে সাংবাদিক সম্মেলন ডেকেছিল ‘কিশমিশ’ টিম। উপস্থিত ছিলেন টিনটিন ও রোহিণী ওরফে দেব রুক্মিনী। সাদা কালো স্ট্রাইপ শার্টে বরাবরের মতোই হ্যান্ডসাম অভিনেতা। পাশে রূপোলি সিক্যুইনের শাড়ি আর সরু হাতার ব্লাউজে মোহময়ী রুক্মিনী।

ছবিতে টিনটিন আর রোহিনীর প্রেম কাহিনির থেকেও সকলের বেশি আগ্রহ দেবের বাস্তবের প্রেম নিয়ে। অনেকদিন তো হল। হবু শাশুড়িমার সঙ্গেও দিব্যি বন্ধুত্ব হয়ে গিয়েছে। বিয়েটা কবে করবেন? সকলেরই একই জিজ্ঞাস্য দেখে নাজেহাল দেব। প্রথমটা এড়িয়েই যাচ্ছিলেন। মাঝে একবার বলে ওঠেন, “আরে সবাই মিলে যে আমার বেডরুমে ঢুকে পড়ছেন!”
তারপরেই সবাইকে চমকে দিয়ে তাঁর ঘোষনা, “২৯ এপ্রিল বিয়ে করছি রুক্মিনীকে!” উপস্থিত সকলেই তখন অবাক। পাশে বসা অভিনেত্রীর মুখে তখন লাজুক হাসি। কিশমিশের মুক্তির দিনই বিয়ে করছেন দেব রুক্মিনী? একি সত্যি নাকি সাংসদ অভিনেতার কোনো দুষ্টুমি?

তা জানার আপাতত আর কোনো উপায় নেই। ২৯ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতেই হবে দেব অনুরাগীদের। উল্লেখ্য, মাস খানেক আগেই যুগলে মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন দেব রুক্মিনী। সঙ্গে ছিলেন অভিনেত্রীর মা ও। মালদ্বীপেই হবু শাশুড়ির জন্মদিন সেলিব্রেট করেছেন দেব। এবার দুগ্গা দুগ্গা বলে বিয়েটা সেরেই ফেলুন, পরামর্শ দেব ভক্তদের।





Made in India