বাংলাহান্ট ডেস্ক: তিন বছরের প্রেম অবশেষে পরিণতি পেল ৯ ডিসেম্বর। সাতপাকে বাঁধা পড়লেন দেবলীনা কুমার (devlina kumar) ও গৌরব চ্যাটার্জি (gourab chatterjee)। দুজনের পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধবের উপস্থিতিতেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। সম্পূর্ণ বৈদিক নিয়ম মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন গৌরব দেবলীনা।
এই তারকা জুটির বিয়ে নিয়ে অনেকদিন ধরেই সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর একসঙ্গে কিছু ফটোশুটও করেন তাঁরা। বিয়ের আগে মেহেন্দি, গায়ে হলুদের ছবিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছিলেন দেবলীনা। এবার প্রকাশ্যে এল বিয়ের ছবি।

গৌরব নিজেই স্ত্রী দেবলীনার সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এক্কেবারে বাঙালি কনের মতোই লাল বেনারসি, সোনায় গয়নায় সেজেছিলেন দেবলীনা। পাশে সাদা পাঞ্জাবিতে গৌরব। বিয়ের পর আজ সকালে সমস্ত রীতি মেনে স্ত্রীকে নিয়ে বাড়িতে প্রবেশ করেন উত্তম কুমারের নাতি গৌরব।
https://www.instagram.com/p/CIlUzOxgWiI/?igshid=81v872ylnt4b
https://www.instagram.com/p/CIm6CWrBJB5/?igshid=14o84iffblij6
https://www.instagram.com/p/CIm41ixHfqO/?igshid=x2x3u7h7y0lj
প্রসঙ্গত, সম্প্রতি মেহেন্দি অনুষ্ঠানের পর হাতে মেহেন্দি পরেই ১০ কেজি ওজন তুলতে দেখা যায় দেবলীনাকে। দিব্যি অবলীলায় ভারী বারবেল তুলে নেন তিনি। হাসি মুখে নিজের হাতের মেহেন্দিও দেখান অভিনেত্রী। অপরদিকে বিয়ের পিঁড়িতে বসার আগে গৌরবের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় সহ অভিনেত্রী দিতিপ্রিয়াকে। সেই ছবি নিজের স্টোরিতেও শেয়ার করেন গৌরব।

শোনা যাচ্ছে, বিয়ে এখন সারলেও রিসেপশনের তারিখ গৌরব দেবলীনা পিছিয়ে রেখেছেন আগামী বছরের মার্চ মাসে। তারকা জুটির রিসেপশনটা বেশ জমকালোই হবে বলে খবর পাওয়া যাচ্ছে। আগে শোনা গিয়েছিল, ২৫ ডিসেম্বরে বড় করে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন দেবলীনা গৌরব। কিন্তু করোনার কারণে বদলাতে হয় সেই পরিকল্পনা।





Made in India