বাংলাহান্ট ডেস্ক: তিনি দরকার হলে বেনারসী শাড়ি, গয়নায় মাথায় ঘোমটা দিয়ে বাড়ির লক্ষ্মী সাজতে পারেন। আবার দরকার পড়লে বিকিনিতে আবেদনময় ভঙ্গিমায় ‘বেশরম’ও হতে পারেন। একই অঙ্গে হরেক রূপ অভিনেত্রী দেবলীনা কুমারের (Devlina Kumar)। নেটিজেনদের ক্ষণে ক্ষণে চমক দেওয়ার সুযোগ কখনোই হাতছাড়া করেন না তিনি।
রাজ্যের শাসক দলের বিধায়কের একমাত্র মেয়ে দেবলীনা। ছোট দেকে রাজনৈতিক জগতের মানুষদের সঙ্গে ওঠাবসা হলেও তাঁর আগ্রহ সাংষ্কৃতিক জগতেই ছিল বরাবর। অনবদ্য নৃত্যশিল্পী দেবলীনা। সঙ্গে অভিনয়েও হাত পাকাচ্ছেন তিনি। পাশাপাশি তিনি একজন ফিটনেস প্রেমী। দেবলীনার ট্রান্সফরমেশন দেখে অবাক হননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

তাঁর আরো একটি পরিচয় রয়েছে। তিনি গৌরব চট্টোপাধ্যায় ঘরণী, মহানায়ক উত্তম কুমারের নাতবৌ। এতগুলো পরিচয়ের ভার কিন্তু বেশ অনায়াসেই বহন করেন দেবলীনা। দরকারে শাড়ি গয়নায় মিষ্টি বৌটি সেজেও থাকতে পারেন। আবার সমুদ্র সৈকতে টুপিসে মাথা ঘুরিয়ে দেওয়াও তাঁর বাঁ হাতের খেল।
বছর শেষ হতে আর মাত্র তিন দিন বাকি। এই সময়টা নিজেদের মতো উপভোগ করতে গৌরব দেবলীনা পাড়ি দিয়েছেন থাইল্যান্ডে। সমুদ্র সৈকতে ঝলসে উঠেছে অভিনেত্রীর রঙিন বিকিনি। রোদ থেকে বাঁচতে মাথায় পরেছেন টুপি। নির্মেদ শরীর দেখিয়ে একের পর এক পোজ দিয়েছেন দেবলীনা। আর তা ক্যামেরাবন্দি করেছেন গৌরব।
https://www.instagram.com/p/Cms8v12LwPa/?igshid=YmMyMTA2M2Y=
দেবলীনাকে দেখে মুগ্ধ নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘হটনেস’ এর সমার্থক শব্দ দেবলীনা। আবার কারোর মন্তব্য ‘হায় গরমি!’ অনেকেই আর্জি জানিয়েছেন, ‘বেশরম রঙ’ গানে একটি রিল ভিডিও দেখতে চান তাঁরা। দেবলীনা আপাতত ব্যস্ত বছরের শেষটা চুটিয়ে উপভোগ করতে। ভক্তদের ডাকে কি সাড়া দেবেন অভিনেত্রী? উত্তর রয়েছে তাঁর কাছেই।





Made in India