বাংলাহান্ট ডেস্ক: টলিউডের অভিনেত্রী দেবলীনা কুমারকে (Devlina Kumar) কে না চেনেন? ‘প্রাক্তন’ ছবিতে ছোট্ট চরিত্রেও বেশ নজর কেড়েছিলেন তিনি। তবে সম্প্রতি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের জেরে আরওই লাইমলাইটে উঠে আসছেন তিনি। দুজনের খুল্লমখুল্লা সম্পর্কের কথা এখন আর কারওরই জানতে বাকি নেই।

ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন গৌরবের বান্ধবী। তবে এবার কোনও ছবি বা সেই সংক্রান্ত কোনও কারনের জন্য নয়। জনপ্রিয় হিন্দি গান ‘গেন্দা ফুল’এর তালে নেচে ফের নজর কেড়েছেন দেবলীনা। বলি থেকে টলি, ‘গেন্দা ফুল চ্যালেঞ্জ’ নিতে দেখা গিয়েছে অনেক তারকাকেই। আবার অনেকে চ্যালেঞ্জ না নিয়ে এমনিও নেচে উঠেছেন এই ভাইরাল গানের সুরে। সেই তালিকায় রয়েছেন মনামী, রিয়া সহ আরও অনেকে। এবার দেবলীনাও নাম লেখালেন সেই তালিকায়।
https://www.instagram.com/tv/B_EmBf1gA4i/?igshid=1kxdm1zyvg2fu
https://www.instagram.com/p/B_emQfjAfv-/?igshid=1utizab2tnmp5
প্রথমে ক্রপ টপ ও প্যান্ট পরে নাচ শুরু করলেও তারপরে ব্যাকলেস ব্লাউজ ও লং স্কার্টে ধরা দিয়েছেন অভিনেত্রী। দেবলীনা যে নাচে বেশ দক্ষ তার প্রমাণ আগেও বহুবার পাওয়া গিয়েছে। তার অন্যথা হল না এবারেও। সাবলীল দেহ ভঙ্গিমায় চোখ কপালে তুলেছেন আট থেকে অষ্টাদশীর।
https://www.instagram.com/tv/B-msO2CAIZG/?igshid=6e4yr6qa4o2i
https://www.instagram.com/tv/B-91fFxAlGf/?igshid=51h9wisjykjo
৩২ হাজারের বেশি ভিউ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। লম্বা ক্যাপশনের বেশিরভাগটা জুড়েই বয়ফ্রেন্ড গৌরব চট্টোপাধ্যায়কে ক্রেডিট দিয়েছেন দেবলীনা। তাঁর হেয়ার স্টাইল থেকে শুরু করে ভিডিও পরিচালনা সবটাই করেছেন গৌরব। এমনকি অভিনেতার বাড়িতেই যে শুটিং হয়েছে তাও জানিয়েছেন দেবলীনা। গৃহবন্দি অনুরাগীদের একটু মনোরঞ্জনের জন্যই এই উদ্যোগ অভিনেত্রীর।
https://www.instagram.com/tv/B-bjiH2gy6x/?igshid=mnucu6vbxxbo
দেবলীনার ইনস্টা হ্যান্ডেলে উঁকি দিলেই এমন বহু নাচের ভিডিও চোখে পড়বে। সুযোগ পেলেই নাচটা একটু ঝালিয়ে নেন তিনি। কখনও জনপ্রিয় বলিউড গানে আবার কখনও বা রবীন্দ্রসঙ্গীতের সুরে নাচতে দেখা গিয়েছে তাঁকে। প্রতিটি ভিডিওই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।





Made in India