বাংলা হান্ট ডেস্ক: ক্রিজে যতক্ষণ মহেন্দ্র সিং ধোনি থাকে, ভারতীয় সমর্থকদের আশা তখনও অটুট থাকে।সেরকমই হয়েছিল সেমি ফাইনালে এর দিন। কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতাবেন তিনি এটাই আশা সবার। এইজন্যই তিনি সর্বকালের সেরা ফিনিশার। কিন্তু সেদিন মার্টিন গাপ্টিলের একটা থ্রো হৃদয় ভেঙে দিয়েছিল আপামর ভারতবাসীর। ১৮ রানে পরাজিত হয়ে বিশ্বকাপ হারতে হয় ভারতকে।তারপর অনেকেই তাকে নিয়ে এবং তার অবসর গ্রহণের বিষয় নিয়ে তুলেছে সমালোচনার ঝড়।গোটা বিশ্বকাপজুড়েই ধোনিকে নিয়ে চলেছে সমালোচনা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিল।
ভাইরাল হওয়া এই ছবিতে ধোনিকে দুই মহিলার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। জুম করে দেখানো হয়েছে, প্লাস্টার জড়ানো রয়েছে তাঁর ডানহাতের বুড়ো আঙুলটিতে। এর অর্থ ভাঙা আঙুল নিয়ে খেলছিলেন তিনি। খেলার প্রতি এবং দেশের প্রতি ভালোবাসা না থাকলে কি এটা সম্ভব? কখনই না।এইজন্য ই হোয়ত তিনি কিংবদন্তি।তিনি দা মহেন্দ্র সিং ধোনি।





Made in India