বাংলাহান্ট ডেস্ক: বাংলা সেরার আসন থেকে তাঁর নাম সরেছে। কিন্তু মানুষের মন থেকে সরানো যায়নি সৌমিতৃষা কুণ্ডুকে (Soumitrisha Kundu)। ‘মিঠাই’ তাঁর আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। বাস্তবেও মিঠাইয়ের মতোই মিষ্টি তিনি। আর তাঁর মিষ্টত্বের প্রেমে শুধু দর্শকরাই পড়েনি, আরো একজন নাকি হাবুডুবু খাচ্ছেন সৌমিতৃষার প্রেমে।
তিনি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta)। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের নায়ক সূর্য তিনি। বর্তমান বেঙ্গল টপার নায়ক নাকি প্রাক্তন টপার নায়িকার উপরে পুরো ফিদা! টেলিপাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে এমন গুঞ্জন। সৌমিতৃষা দিব্যজ্যোতিই নাকি ছোটপর্দার নতুন অনস্ক্রিন জুটি।

খবর বলছে, কৃষ্ণপ্রেমই দুজনকে কাছাকাছি আনে। সৌমিতৃষা যে কৃষ্ণভক্ত তা সকলেই জানেন। অন্যদিকে দিব্যজ্যোতিও রসকলি এঁকে একটি ছবি শেয়ার করেছিলেন। দুজনের ছবির কোলাজ বানিয়ে শেয়ার করেছিলেন এক অনুরাগী। সেটা আবার নিজের স্টোরিতে শেয়ার করেন দিব্যজ্যোতি। যাবতীয় গুঞ্জনের সূত্রপাত সেখান থেকেই।
অভিনেতা অবশ্য হেসেই উড়িয়ে দিয়েছেন সব কানাঘুঁষো। তাঁর পালটা প্রশ্ন, এই ভুয়ো খবরগুলো কে ছড়ায়? তিনি নাকি নিজের কাজটাই মন দিয়ে করতে চান এখন। অন্য কোনো দিকে মন দেওয়ার সময়ই নেই। যদিও পা ভাঙায় সৌমিতৃষার খোঁজ নেওয়ার খবরটা অবশ্য স্বীকার করে নিয়েছেন দিব্যজ্যোতি। তবে অভিনেতার কথায়, সেটা নাকি শুধুই বন্ধুত্বের খাতিরে।
প্রসঙ্গত, মিষ্টি মেয়ে মিঠাইয়ের চরিত্রে অভিনয় করে অত্যন্ত কম বয়সেই আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন সৌমিতৃষা। মিঠাই বলতে অজ্ঞান তাঁর অগুনতি ভক্তরা। সেই সঙ্গে ‘আদৃত্রিশা’ জুটির দাবিদারও কম নেই। দীর্ঘদিন ধরে এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। আদৃত সৌমিতৃষা এবং কৌশাম্বীর মধ্যে নাকি ত্রিকোণ প্রেমের কাহিনি শুরু হয়েছে। কিন্তু সৌমিতৃষা বারবার জোর গলায় নাকচ করে দিয়েছেন এই গুঞ্জন। তবে দিব্যজ্যোতিকে নিয়ে এখনো মুখে কুলুপ আঁটা তাঁর।





Made in India