বাংলাহান্ট ডেস্ক: ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) বলতেই সবার আগে কী মনে আসে? নাচ, মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) আর অবশ্যই সঞ্চালক অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তাঁর সঞ্চালনার গুণে যে টিআরপি অনেকটা বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। অনেকের তাঁর সঞ্চালনার ধরণে বিরক্তি লাগলেও মিঠুন, প্রতিযোগী এবং বিচারকদের সঙ্গে খুনসুটি বেশিরভাগই বেশ পছন্দ করেন। কিন্তু দু সপ্তাহ হল ডান্স বাংলা ডান্সে দেখা যাচ্ছে না অঙ্কুশকে।
গত সপ্তাহে পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে। তিনি এসেছিলেন ‘ফেলুদা’ হয়ে। শোতে বলা হচ্ছে, অঙ্কুশকে নাকি কিডন্যাপ করে লুকিয়ে রেখেছে কে কে। তাঁর হদিশ পেতেই তলব পড়েছিল ফেলুদার। তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন তোপসে অর্থাৎ অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়কে।

কিন্তু সঞ্চালনা উতরে দিলেও অঙ্কুশকে উদ্ধার করতে পারেননি ফেলুদা পরমব্রত। এ সপ্তাহে শনিবারের পর্বেও দেখা গেল না অঙ্কুশকে। তাঁর বদলে কে কে-এর ‘চান্স বাংলা চান্স’ থেকে এল নয়া সঞ্চালক, যিনি হলেন অভিনেতা সৌরভ দাস। তাঁর সঞ্চালনায় আবারো অঙ্কুশের মতো কৌতুকের ফ্লেভার পেয়েছেন দর্শক। কিন্তু আসল সঞ্চালক গেলেন কোথায়?
পরপর দু সপ্তাহে অঙ্কুশকে না দেখতে পেয়ে দর্শকদের প্রশ্ন, তিনি কি ডান্স বাংলা ডান্স ছেড়ে দিলেন? নির্মাতারা রহস্য জিইয়ে রেখেছেন অবশ্য। তবে অভিনেতার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিতে একটি সম্ভাবনার কথা উঠে আসছে।
বেশ কিছুদিন ধরেই সুন্দর সুন্দর জায়গার ছবি শেয়ার করছেন অঙ্কুশ। আসলে তিনি ঘুরতে গিয়েছেন আইসল্যান্ডে। সঙ্গে গিয়েছেন প্রেমিকা ঐন্দ্রিলা সেনও। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অঙ্কুশের নতুন ছবি ‘আবার বিবাহ অভিযান’। তারপরেই কিছুদিনের ছুটি কাটাতে বিদেশ পাড়ি অভিনেতার। সম্ভবত সেই কারণেই শোতে দেখা যাচ্ছে না অঙ্কুশকে।

প্রসঙ্গত, প্রতি সপ্তাহে টিআরপি বেশ ভালোই ওঠে ডান্স বাংলা ডান্সের। তবে মূলত টক্কর চলে রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নাম্বার ওয়ান এর সঙ্গে। কোনো বার এগোয় ডান্স বাংলা ডান্স। কোনো বার এগোয় দিদি নাম্বার ওয়ান। তবে দর্শকরা যে এই শো দেখতে খুব পছন্দ করেন তা বলা বাহুল্য।





Made in India