বাংলা হান্ট ডেস্ক : এ ডাক যে মায়ের ডাক তার কী আর সহজে উপেক্ষা করা যায়।মায়ের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছিলেন, মায়ের চিত্কার কান্নায় চোখ খুলল সেই ‘ব্রেন ডেড’ ছেলে।যার কোনো ব্যাখ্যা নেই চিকিৎসকদের কাছেও।
ঘটনার সূত্রপাত গত ২৬ জুন৷ ১৮ বছর বয়সি গন্ধম করিনের প্রবল জ্বর আসে৷ ২৮ জুন গন্ধমের শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে৷এরপর গন্ধমকে পরিবারের লোকেরা হায়দরাবাদ নিয়ে যান এবং ডাক্তাররা ব্রেন ডেথ ঘোষণা করে দিয়েছিলেন ১৮ যুবককে।অন্তিম সংস্কারের প্রস্তুতিও শুরু করে দেন পরিবারের লোকেরা৷এতদূর তাল ঠিকই চলছিল।
হঠাত্! ছেলের নাম ধরে চেঁচিয়ে কেঁদে উঠলেন মা৷ মৃত ঘোষণা করা ছেলে চোখ মেলল৷ আশ্চর্য ঘটনাটির সাক্ষী তেলঙ্গানার সূর্যপেট৷এ দেশ যে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের দেশ। মায়ের ডাকে সাঁতরে পারা করা যায় শুধু মহাসাগর নয়, ঘুচিয়ে দেওয়া যায় জীবন মৃত্যুর সর্ববৃহৎ দূরত্বও।





Made in India