বাংলাহান্ট ডেস্ক : সমুদ্র সৈকত দিঘাতে একের পর এক অপরাধমূলক কাজকর্ম বেড়েই চলেছে। কাটা মুন্ডু উদ্ধার ঘিরে ২৪ ঘন্টা আগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সৈকত নগরীতে। এরপর উঠল মহিলা পর্যটককে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দিঘা জুড়ে। নিরাপত্তাহীনতায় ভুগছেন পর্যটকেরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এক মহিলা দিঘায় ঘুরতে এসেছিলেন বন্ধুদের সাথে। এক পুরুষ ও এক মহিলা রাতে দিঘায় হোটেলের ঘর খুঁজছিলেন। সেই সময় দুই ব্যক্তি বাইকে চড়ে এসে তাঁদের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাঁরা জানান রুম খুঁজে দেবেন। বলতে থাকেন, “আসুন না কমে রুম খুঁজে দেব।” সেই মতো অপরিচিত দুই যুবকের সঙ্গে ওই যুবতী এবং তাঁর পুরুষ বন্ধু যায়।
আরোও পড়ুন : এবার সমুদ্র নগরী দিঘাতে তৈরি হতে চলেছে মসজিদ! মমতার সরকারের পক্ষ থেকে দেওয়া হবে জমি
এরপর দুষ্কৃতীরা একটি নির্জন জায়গায় নিয়ে যায় তাদের। তারপর মহিলাটির বন্ধুকে গাছে বেঁধে ব্যাপক মারধর করা হয়। এরপর জঙ্গলে নিয়ে গিয়ে ওই মহিলাকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ওই মহিলার বাড়ি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। এই ঘটনার পর ওই নির্যাতিত মহিলা লিখিত অভিযোগ জানিয়েছেন দীঘা ওল্ড থানায়।

অভিযোগ পাওয়ার পর চিরুনি তল্লাশি করে পুলিশ দুই জন অভিযুক্তকে গ্রেফতার করেছে রতনপুর গ্রাম থেকে। ধৃতদের পেশ করা হয়েছে কাঁথি মহকুমা আদালতে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (মারধর) , ৩৭৬ ( ধর্ষণ) , ৩৭৯ ( চুরি ছিনতাই) , ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু হয়েছে। ১৪ দিনের জেল হেফাজত হয়েছে তাদের।





Made in India