বাংলা হান্ট ডেস্কঃ স্কুল (School) ফাঁকি দিয়ে আড্ডা? এ বার সেই পালা চুকলো বলে। কারণ এ বার কোনও পড়ুয়া (Students) স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যদি স্কুলে না পৌঁছায় তাহলে সেই খবর পৌঁছে যাবে অভিভাবকদের কাছে। সেই লক্ষ্যে অটোমেটিক ‘অ্যাটেনডেন্স’ (Digital Attendance) সিস্টেম চালু করা হল রাজ্যের এই স্কুলে।
স্কুলে চালু অটোমেটিক ‘অ্যাটেনডেন্স’ | School
পশ্চিম মেদিনীপুরের দশগ্রাম হাইস্কুলে অটোমেটিক ‘অ্যাটেনডেন্স’ সিস্টেম চালু করে নয়া নজির গড়ে তোলা হয়েছে। এই নয়া পদ্ধতির মাধ্যমে স্কুলে প্রবেশ করার সময় ক্যামেরার সাহায্যে ছাত্রদের মুখ দেখিয়ে উপস্থিতির রেকর্ড হবে। অর্থাৎ স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়ার দিন শেষ হল বলে।
ছাত্র-ছাত্রীদের উপস্থিতির উপর নজরদারি চালাতেই প্রত্যন্ত গ্রামের দশগ্রাম হাইস্কুল নয়া পন্থা অবলম্বন করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার দশগ্রাম সতীশচন্দ্র সর্বাথসাধক শিক্ষা সদন আধুনিক ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম চালু গোটা রাজ্যেই সাড়া ফেলে দিয়েছে।

আরও পড়ুন: ‘পড়ে যাচ্ছি…বাঁচব না…MAYDAY’, অভিশপ্ত বিমান থেকে পাইলটের শেষ বার্তা প্রকাশ্যে!
কিভাবে এই মেশিনের সাহায্যে উপস্থিতি রেকর্ড?
জানা গিয়েছে, স্কুলে প্রবেশের সময় একটি মেশিনের সামনে দাঁড়াতে হবে পড়ুয়াদের। মুখ দেখিয়ে উপস্থিত বলে জানাতে হবে। পড়ুয়াদের অ্যাটেনডেন্সের বার্তা মেসেজ আকারে পৌঁছে যাবে অভিভাবকদের কাছে। যাতে পড়ুয়ারা নিয়মিত স্কুলে উপস্থিত থাকে সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
ভিডিও দেখুন: https://youtu.be/jhE16GQrYB4?si=SvrzNAPyg5INdVbT
পড়ুয়ারা স্কুলে ঢুকলে উপস্থিতি কাউন্ট করে সঙ্গে সঙ্গে অভিভাবকদের মোবাইলে ছেলে বা মেয়ে স্কুলে ঢুকেছে, এই মেসেজ পৌঁছে যাবে। একইভাবে স্কুল থেকে বেরনোর সময়ও পড়ুয়াদের তথ্য অভিভাবকের কাছে পৌঁছে যাবে। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। তাদের কথায় এ বার থেকে বাড়িতে বসেই তাদের বাচ্চারা স্কুলে পৌঁছাল কী না সেই বিষয়ে অবগত থাকতে পারবে।





Made in India