বাংলাহান্ট ডেস্কঃ বর্তমানে তিনদিনের গঙ্গাসাগর (Gangasagar) সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখান থেকে লাগাতার আক্রমণ করে চলেছেন কেন্দ্র সরকারকে। আর এবার এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (dilip ghosh)।
বুধবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘প্রত্যেক নির্বাচনের পরই এমনটা করে থাকেন মুখ্যমন্ত্রী। তাই কলকাতা পুরভোটে যে পাপ করেছিলেন, তা ধুতেই গঙ্গাসাগরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর মোহন্ত রাজনীতির কিছুই বোঝেন না। তিনি শুধু সবাইকে আশীর্বাদ করে থাকেন এবং তাই করেছেন’।

গঙ্গাসাগর মেলা ইস্যুতে কেন্দ্রের দিকে অভিযোগের যে আঙ্গুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী, এদিন সেটাই মুখ্যমন্ত্রীর দিকে ঘুরিয়ে দিলেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করে বলেন, ‘বাইরে থেকে আসা মানুষের সঙ্গে এখানে খারাপ ব্যবহার করা হয়। জেটি ভেঙে যায়, নেই কোন ডিসিপ্লিন, অতিরিক্ত ভাড়া নেওয়া হয় মানুষের থেকে। আর রাজ্য যদি চায়, কেন্দ্র তাহলে নিশ্চয়ই সাহায্য করবে। তবে তাঁর জন্য সদিচ্ছা থাকারও প্রয়োজন আছে’।
গঙ্গাসাগর মেলা থেকে কেন্দ্রের প্রতি ক্ষিপ্ত হয়ে গঙ্গাসাগর মেলার সঙ্গে কুম্ভমেলার তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ভারত সরকার কুম্ভমেলায় সব টাকা দেয়। আর এখানে কোন টাকাই দেয় না। কুম্ভমেলা সুয়োরানি হলে, দুয়োরানি কি তাহলে গঙ্গাসাগর? একটু সময় পেলে, আমরা আমাদের কাজ ঠিক করে নিতে পারব’।
এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘গত ১০ বছর রাজ্য সরকার গঙ্গাসাগরের কি উন্নতি করেছেন? যদি প্রকৃতপক্ষে গঙ্গাসাগরের উন্নয়ন চেয়ে থাকেন, তাহলে নির্দিষ্ট প্ল্যান নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলুন’।





Made in India