বাংলা হান্ট ডেস্ক ঃ অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদান করেন কলকাতায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়কে বঙ্গ বিজেপির তরফ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় আর সেই অনুষ্ঠানেই যাওয়ার আমন্ত্রণ পাননা শোভনের ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখীদেবী।আর এতেই চরম অপমানিত বোধ করেন তিনি। পরে তার নাম দেওয়া হলেও বৈশাখী দেবী স্পষ্ট জানিয়ে দেন,” ওই অনুষ্ঠানে তিনি উপস্থিত হবেন না। ”
এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, শোভনদা বৈশাখীদি আলাদা নাকি! ওরা তোর ডাল ভাতের মত। দুজনকে একসঙ্গে বলা হয়েছে। কাউকে আলাদা করে ডাকা হয়নি।”

দিলীপ ঘোষের করা এই মন্তব্যের জবাবে বৈশাখে দেবী বলেন, ” কে ডাল কে ভাত আমি জানিনা। আমি ডাল হলে বলব, আমার নিজস্ব জগতে আলাদা পরিচিতি আছে। আর আমি ভাত হলে বলব, শোভনদাকে কাঁধে নেওয়ার মতো জোর আমার নেই।” যোগদান করার পরপরই বিজেপির উপর কিছুটা হলেও ক্ষিপ্ত হয়েছেন বৈশাখী তা তার কথাতেই স্পষ্ট।





Made in India