বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আগে মোদির পর শাহের সভাতেও ডাক পান নি বঙ্গ বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার যখন শাহের সভা নিয়ে বিজেপি নেতা-কর্মীদের উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে, এই সময় নতুন জামাই দিলীপ ঘোষের দেখা মিলল শ্বশুরবাড়ির জামাইষষ্ঠীর অনুষ্ঠানে। স্বাভাবিকভাবেই এই নিয়ে রাজ্য-রাজনীতিতে চর্চা তুঙ্গে।
দিলীপ প্রসঙ্গে মুখ খুললেন স্ত্রী রিঙ্কু | Dilip Ghosh
মমতা সাক্ষাতের পর দলে সত্যিই কী কোনঠাসা দিলীপ? এই প্রশ্ন উঠছে বারেবারে। এরই মধ্যে মুখ খুললেন দিলীপজায়া রিঙ্কু মজুমদার। সাফ বললেন, “উনি তো কমিটিতে নেই। ডাক পাওয়ার আশা করবেনই বা কেন?” রিঙ্কু বলেন, “এরপর কিছু বলার থাকলে যারা সাংগঠনিক পদে আছেন, তাঁরা বলবেন। এখানে আমার আর কিছু বলার নেই।”
কেন কেন্দ্রীয় নেতৃত্বদের সভায় তাকে ডাকা হল না? এই প্রসঙ্গে রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, “কর্মীদের বৈঠক আছে। একটা স্তর নিশ্চিত থাকে। আমি জানি না কাদের কাদের ডাকা হয়েছে। আমায় যখন দরকার হবে তখন ডাকা হবে। আমি পার্টির মধ্যে কাজের সঙ্গে আছি।”
ভিডিও দেখুন: https://youtu.be/QvD0DE2cVTQ?si=UmCDgGdVfalQcxzw
পাশাপাশি দিলীপ আরও বলেন, “আমি দলের কর্মীদের সঙ্গে ঘুরি। চা চক্র করি। তিরঙ্গা যাত্রায় হাঁটছি। দল যে কাজ যোগ্য মনে করবে আমার জন্য সেটা দেবে।” প্রাক্তন সাংসদের যুক্তি, “এর আগেও আমি সব জায়গায় যেতাম না। কোর কমিটির মিটিং হলে ডাকা হয় তখন গিয়েছি। এখন কর্মী বৈঠক ডাকা হয়েছে।”

আরও পড়ুন: জিভ কেটে ‘দমন’ করার চেষ্টা, সেই বিদুষী খনার কাহিনি নিয়ে আসছে সিরিয়াল, মুখ্য চরিত্রে এই শিশুশিল্পী
গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসেছিলেন। কিন্তু সেখানেও ডাক পাননি দিলীপ ঘোষ। সেই নিয়ে সংবাদমাধ্যমকে দিলীপ ঘোষ বলেন, “আগে যেতাম। তখন সভাপতি ছিলাম। উনি এলে স্বাগত জানাতাম। সঙ্গে থাকতাম। এখন অন্যরা সেই সব দায়িত্বে। আমি কার্যকর্তাদের সঙ্গেই থাকি আজকাল। বড় নেতারা আমাকে না ডাকলে যাই না। বড় নেতাদের একটা মানসম্মান আছে। যাদের ডাকেন তাঁরা যান। তবে আমি যাই না।”





Made in India