বাংলাহান্ট ডেস্ক : বঙ্গ রাজনীতি এখন শুধুই ‘দিলীপ’ময় (Dilip Ghosh)। সস্ত্রীক দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে হইচই ফেলে দিয়েছেন তিনি রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি ভাইরাল হতেই ‘ফোঁস’ করে উঠতে দেখা গিয়েছিল বিজেপির একাধিক নেতা, বিধায়কদের। নিজের দলেই কার্যত কোণঠাসা হতে বলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে তিনিও দমে যাওয়ার পাত্র নন। তাঁর স্পষ্ট কথা, হঠাৎ করে ‘বিজেপি হয়ে ওঠা’ ব্যক্তিদের সমালোচনার জবাব তিনি দেবেন না।
যাবতীয় কটাক্ষের কড়া জবাব দিলীপ ঘোষের (Dilip Ghosh)
প্রতিদিনের মতো শনিবার সকালেও ইকোপার্কে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সেখানেই সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন সমালোচনা, কটাক্ষ নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বক্রোক্তি করতে শোনা গিয়েছিল বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে। এবার তার পালটা দিলেন দিলীপ ঘোষ।

নিন্দুকদের পালটা জবাব দিলীপের: বিজেপি নেতা বলেন, ‘আগেও অনেকে এরকম বলেছে। পরে পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়েছে। আমি কারোর সমর্থ চাই না। নিজের প্রিন্সিপাল মেনে কাজ করি’। তিনি আরো বলেন, যখন দিল্লিতে বিমানে করে নিয়ে গিয়ে লোক জয়েন করানো হত তখন তাঁকেও ডাকা হত। কিন্তু তিনি যাননি। দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্পষ্ট বক্তব্য, তিনি কোনোদিন কারোর বাড়ির সামনে হাতজোড় করে দাঁড়াননি। দিল্লিতে কারোর অ্যাপয়েন্টমেন্টও নেননি।
আরো পড়ুন : ধর্ষণ একজন করলেও দোষী হিসেবে শাস্তি সবার প্রাপ্য, গণধর্ষণ মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
কার উপরে রেগে গেলেন বিজেপি নেতা: সাম্প্রতিক সময়ে নিজের দলেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। তাঁকে নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। এমনকি তাঁর দাবি, দিলীপ ঘোষ (Dilip Ghosh) নাকি তৃণমূলের হয়ে কাজ করছেন। এর উত্তরেই এবার মুখ খুলে পালটা তোপ দেগেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, ‘পার্টি আমি দাঁড় করিয়েছি। এখন বাইরে থেকে এসে বড় বড় কথা বলছেন’।
অবশ্য যাঁর সঙ্গে সাক্ষাৎ নিয়ে এত বিক্ষোভ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছেড়ে কথা বলেননি দিলীপ ঘোষ। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে জগন্নাথ মন্দিরে গিয়ে তিনি সৌজন্য দেখিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তা দেখাতে পারেননি। রাম মন্দির উদ্বোধনের সময় সৌজন্য দেখাতে পারেননি তিনি।





Made in India