বাংলাহান্ট ডেস্কঃ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার সকালেই তাঁর অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। শোনা গিয়েছে এই অসুস্থতার কারণেই সমস্ত সভা বাতিল করেছেন দিলীপ ঘোষ। সূত্রের খবর আপাতত ঘরেই রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
ঠিক কি কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সেই বিষয়ে অবশ্য এখনও কিছু জানা সম্ভব হয়নি। তবে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভাতেও থাকবেন না দিলীপ ঘোষ। সমস্ত সভা, কর্মসূচী আপাতত স্থগিত রেখেছেন তিনি। আগামী কয়েকদিন ঘরেই থাকবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানে বিজেপির বিশিষ্ট নেতৃত্বদের সঙ্গে তিনিও যোগ দিয়েছিলেন নবান্ন অভিযান র্যালিতে। সেখানে বিজেপি কর্মীদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে এমনকি শুক্রবার মৌন মিছিলেন ডাকও দিয়েছিল বিজেপি। বিজেপির সদর অফিস থেকে গান্ধী মূর্তির পাদদেশ অবধি এই মিছিলে নেতৃত্বও দিয়েছিলেন দিলীপ ঘোষ।





Made in India