এতকিছুর পরেও পাক শিল্পীদের সঙ্গে কাজ! দিলজিতের ছবি বাতিলের দাবি দর্শকদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলার সঙ্গে সঙ্গেই ভারতীয় বিনোদন জগতে পাকিস্তানি শিল্পীদের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। পাক অভিনেতা ফাওয়াদ খানের আসন্ন ছবির মুক্তি বাতিল হয়ে যায় বিতর্কের মুখে পড়ে। বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও পাক শিল্পীদের আর ভারতীয় ছবিতে প্রবেশের অনুমতি মেলেনি। এর মাঝেই এবার সংবাদ শিরোনামে দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। তাঁর আসন্ন ছবি নিয়েও বিতর্ক দানা বেঁধেছে একই কারণে।

দিলজিতের (Diljit Dosanjh) ছবি বাতিল করার ডাক

আগামী ২৭ শে জুন মুক্তি পাওয়ার কথা ‘সর্দারজি ৩’। এই ছবিতে হানিয়া আমির, নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার অভিনয় করেছেন, যা নিয়ে এবার শোরগোল পড়েছে বলিউডে। বিজেপি সমর্থিত চলচ্চিত্র সংগঠনের তরফে ছবিটি নিষেধ করার দাবি জানানো হয়েছে। ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা চাপানোর দাবি তোলা হয়েছে।

Diljit dosanjh film cancel warning

কী বলা হয়েছে সংগঠনের তরফে: ওই সংগঠনের তরফে সংবাদ মাধ্যমকে বলা হয়েছে, ভারতীয় চলচ্চিত্রের সঙ্গে পাক অভিনেতাদের কোনো সংযোগ বরদাস্ত করা হভে না। সর্দারজি ৩ (Diljit Dosanjh) যাতে কোনোভাবেই সেন্সর বোর্ডের ছাড়পত্র না পায় সেই দাবি জানানো হয়েছে। দেশের ভাবাবেগ এবং সম্মানের জন্য এই দাবি বলে মন্তব্য করা হয়েছে।

আরো পড়ুন : ৫ টি অতিরিক্ত লোকাল পাচ্ছে দমদম স্টেশন, অফিস যাত্রীদের কথা মাথায় রেখে বড় উদ্যোগ পূর্ব রেলের

পাক শিল্পীদের নিয়ে সমস্যা: ওই সংগঠনের বক্তব্য, পাকিস্তান জনসমক্ষে ভারতকে তাদের শত্রু হিসেবে ঘোষণা করেছে। আর তাদের দেশের শিল্পীদের জন্যই কিনা দরজা খুলে রাখা হয়েছে, যা একেবারেই কাম্য নয়। দোসাঞ্ঝের (Diljit Dosanjh) আসন্ন ছবি যাতে মুক্তি না পায়, তেমনটাই দাবি জানানো হচ্ছে সর্বত্র।

আরো পড়ুন : ঘুণাক্ষরেও টের পেতে দেননি কাউকে, একেবারে বাবা হওয়ার পর সুখবর দিলেন জনপ্রিয় টেলি অভিনেতা

প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পরেই মুক্তি পাওয়ার কথা ছিল পাক অভিনেতা ফাওয়াদ খান এবং বাণী কাপুরের। কিন্তু টিজার, ট্রেলার প্রকাশ্যে আসা সত্ত্বেও মুক্তি পায়নি ছবিটি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।