বাংলাহান্ট ডেস্ক: রোশন সিং, অভিরূপ নাই চৌধুরী সবাই অতীত। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) সঙ্গে এখন যাঁর নাম জড়িয়েছে তিনি হলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। টলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন, পরিচালকের সঙ্গেই পঞ্চম বার সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। দুজনের একসঙ্গে তোলা সেলফি গুঞ্জনের আগুনে আরো ধুনো দিয়েছে।
এর মধ্যেই নতুন এক খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমের গুঞ্জনের মাঝেই জানা গিয়েছে, শুভ্রজিৎ নাকি আসলে শ্রাবন্তীর স্বামী! সম্পর্কে জড়ানোর কানাঘুঁষোর মাঝেই এমন খবরে হতচকিত নেট নাগরিকরা। সত্যি সত্যিই বিয়ে করে নিয়েছেন নাকি শ্রাবন্তী শুভ্রজিৎ?

না না, বাস্তবে এমনটা ঘটেনি। সবটাই অনস্ক্রিনের ব্যাপার স্যাপার। পরিচালক রাজর্ষি দে-র ছবি ‘সাদা রঙের পৃথিবী’তে দ্বৈত চরিত্রে রয়েছেন শ্রাবন্তী। একথা আমরা আগেই জানিয়েছিলাম। নারী পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত এক খলনায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। আবার তাঁর অপর চরিত্রটি লড়াই করবে ওই চক্রের সঙ্গে।
জানা যাচ্ছে, ছবিতে শ্রাবন্তীর স্বামীর ভূমিকায় দেখা যাবে শুভ্রজিৎকে। একজন বৈজ্ঞানিকের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। এর আগে নিজের ছবি ‘চোরাবালি’তেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। আর এবার এক অতিথি শিল্পীর ভূমিকাতেই দেখা যাবে শুভ্রজিৎকে।
প্রসঙ্গত, সম্পর্কের গুঞ্জন নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন পরিচালক শুভ্রজিৎ এবং শ্রাবন্তী। সবটা রটনা বলেই দাবি করেছিলেন তিনি। সম্প্রতি বেশ ক্ষুব্ধ ভাবে অভিনেত্রী বলেন, তিনি পরিচালক শুভ্রজিৎ মিত্রকে ‘দাদা’ বলে মানেন। ডেট নয়, আগামী ছবি নিয়ে আলোচনা করতেই তাঁরা গিয়েছিলেন কফি শপে। খুব স্পষ্ট ভাবেই শ্রাবন্তী জানিয়ে দেন, এই ধরণের কুরুচিকর রটনা তাঁর মোটে পছন্দ নয়।





Made in India