বাংলাহান্ট ডেস্ক: প্রতিটা রাতকেই জীবনের প্রথম রাতের মতো পালন করেন তিনি। এটাই তাঁর ‘বেডরুম সিক্রেট’। তিনি দিশা পাটানি। তাঁর একটি ছবিই যথেষ্ট পুরুষ হৃদয়ে ঝড় তোলার জন্য। এবার নিজের বেডরুম সিক্রেট নিজের মুখেই জানালেন তিনি।

পোর্টিকো নিউ ইয়র্কের মুখ হলেন দিশা। সেই প্রসঙ্গেই তিনি বলেন, “পোর্টিকো নিউ ইয়র্ক পরিবারের সদস্য হতে পেরে আমি খুব উচ্ছসিত। প্রত্যেকটা রাতকে স্মরণীয় করে রাখা ও ‘জাস্ট আস’ কালেকশনের মাধ্যমে প্রত্যেকটা রাতকে প্রথম রাতের মতো পালন করা। এটাই আমার বেডরুম সিক্রেট।”এই ফ্যাশন ব্র্যান্ডের হয়ে বেশ কিছু ফটোশ্যুটও করেন দিশা।
https://www.instagram.com/p/B5vGYiJgDqc/?igshid=1so2kvw97ntso
তবে শুধু পোর্টিকো নিউইয়র্কই নয়, জনপ্রিয় অন্তর্বাস ব্র্যান্ড কেলভিন ক্লেইন এরও ব্র্যান্ড অ্যাম্বাসাডর দিশা পাটানি। প্রায়ই এই ব্র্যান্ডের হয়ে ফটোশুট করতে দেখা যায় তাঁকে। সেইসব ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেল এ শেয়ারও করেন তিনি। বলাবাহুল্য পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেগুলো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে সংবাদ শিরোনামে থাকতে হয় তা খুব ভালোভাবেই জানেন অভিনেত্রী। প্রসঙ্গত, বৃহস্পতিবার আইএমডিবির তরফে প্রকাশিত হয়েছে ২০১৯ এর টপ টেন তারকার নাম। সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিশা পাটানির নাম। তিনি ছাড়াও তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন, কিয়ারা আডবানী, অক্ষয় কুমার, আলিয়া ভাট, সলমন খান, ক্যাটরিনা কাইফ, রকুল প্রীত সিং ও শোভিতা ধুলিপালা।
https://www.instagram.com/p/B5P-_d4gJRe/?igshid=9mwxjmmpinbc
https://www.instagram.com/p/B42IywZgcXq/?igshid=xxt6vzpwj1e5
দিশাকে প্রথম দেখা যায় একটি বিজ্ঞাপনে। তারপর ২০১৫ সালে তেলেগু ছবি ‘লোফার’ এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ তাঁর। ছবিতে দিশার বিপরীতে ছিলেন বরুণ তেজ। লোফার ছবিটি পরিচালনা করেছিলেন পুরী জগন্নাথ। বলিউডে দিশার অভিষেক ছবি ২০১৬ সালে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। এছাড়াও ২০১৭ সালে একটি চাইনিজ অ্যাকশন কমেডি ছবি ‘কুংফু য়োগা’ তে অভিনয় করতে দেখা যায় দিশাকে। এরপরে তাঁর অভিনীত বাঘি ২ ও ভারত ছবি দুটি বক্স অফিসে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিল। ফের দিশাকে দেখা যাবে সলমনের সঙ্গে একই পর্দায়। সৌজন্যে, ছবি ‘রাধে’। ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা। আগামী বছর মুক্তি পেতে চলেছে রাধে।





Made in India