বাংলা hunt ডেস্ক : গতমাসের শেষের দিকের ঘটনা।দেরাদুনের তেহরি গারওয়াল জেলার বছর একুশের জীতেন্দ্র দাস পাড়ার একটি বিয়ের বাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।কিন্তু খেতে বসাটাই তার জীবনের কাল হয়ে দাড়ায়।বিয়ের বাড়িতে খাওয়ার খেতে বসে তখন সদ্য এক গ্রাস মুখে তুলেছেন জীতেন্দ্র, চেয়ারে বসে তার খেতে দেখে মেজাজ চড়াও হয়ে ওঠে জীতেন্দ্রর উল্টো দিকে বসা কিছু উচ্চবর্নের মানুষ, দলিত হয়ে জীতেন্দ্র কে চেয়ারে বসে খেতে দেখে তাকে সেখানেই মারধর শুরু করে কয়েক জন,শুধু মাত্র তাই নয়, এরপর চরম অপমানিত হয়ে ওখান থেকে বেরিয়ে গেলেও পরবর্তী সময়ে রাস্তায় ফের তার উপর চড়াও অভিযুক্তরা , পরবর্তী সময়ে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্ত কে, এবং সেখানে বেশকিছুদিন মৃত্যুর সাথে লড়াইয়ের পর হার মানে জীতেন্দ্র।
পেশায় মিস্ত্রী জীতেন্দ্রর উপর ছিলো গোটা সংসারের ভার।ইতিমধ্যে তার দিদি সাতজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন পুলিশে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিয়ে বাড়িতে খাওয়ার খেতে বসায় মার খেলো দলিত তরুণ !
সম্পর্কিত খবর





Made in India