বাংলা হান্ট ডেস্ক : সামাজিক মাধ্যমে প্রায়ই তিনি অ্যাকটিভ থাকেন, আর একটি থেকে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে বেশ পছন্দ করেন অভিনেত্রী কাজল আগরওয়াল৷ শুধু যোগাযোগ রাখাই নয় রীতিমতো ব্যাটিংও করেন, তবে শুক্রবার ভক্তদের সঙ্গে এক চিট চ্যাট সেশনে হাস্যকর প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী যদিও প্রশ্নের জবাব দিয়ে তিনিও হাস্যকর ভাবেই দিয়েছেন৷ প্রশ্ন উত্তর চলার মাঝে কাজলের এক বিশেষ ভক্ত তাঁর কাছে একটি হাস্যকর প্রশ্নের উত্তর জানতে চান৷ সেই ভক্তের আবদার ছিলেন তিনি কাজলকে বিয়ে করতে চান এবং ভালবাসেন, তাই কাজল কি তাঁকে বিয়ে করতে চান? এই অদ্ভুত প্রশ্নের জবাব দিতে গিয়ে অভিনেত্রী উত্তর দেন, চেষ্টা করুন, সবকিছু এত সহজে হয় না৷ অভিনেত্রীর কাছ থেকে এমন উত্তর পেয়ে আপ্লুত হন ওই ভক্ত৷ তবে অন্যান্য ভক্তরা নায়িকার বুদ্ধিমত্তার তারিফ করেন৷ উল্লেখ্য কিছু দিনের মধ্যেই প্যারিসের কুইনের তামিল রিমেকে দেখা যাবে অভিনেত্রী কাজলকে৷ যা নিয়ে ভক্তদের মধ্যে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে৷
https://twitter.com/MsKajalAggarwal/status/1174688779074002946





Made in India