পোষ্য হিসেবে কুকুরের প্রতি আমাদের ভালোবাসা যে অগাধ তা সর্বজনবিদিত। এবং শুধু তাই নয়, একটি কুকুরও যে তার মালিককে ঠিক কতটা ভালোবাসতে পারে তার প্রমাণ প্রতি মুহূর্তে পেয়েছি আমরা। মানুষকে ভালোবাসায় ভরিয়ে দেওয়া হোক কিংবা চোর ডাকাতের হাত থেকে বাড়িকে রক্ষা করা বা বিভিন্ন উপায়ে আমাদের জীবনে এক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসে সে।
তবে ভাইরাল হওয়া ভিডিওটিতে কুকুরটি এমন এক ঘটনা ঘটিয়েছে যা এ সকলকেই ছাপিয়ে গিয়েছে এবং সকলের মনে করে নিয়েছে এক বিশেষ জায়গা। কি এমন রয়েছে ভিডিওটিতে!ভাইরাল এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ঘরের মধ্যে এক ব্যক্তি এবং তার কুকুরটি রয়েছে। হঠাৎই বিছানায় শুয়ে থাকা অবস্থায় ব্যক্তিটি ঘুমিয়ে পরে। প্রথমে সেই কুকুরটি তা বুঝতে না পারলেও পরে উপলব্ধি করে যে তার মালিক নিদ্রা গিয়েছে।
ভিডিওটিতে আমরা দেখতে পাই, ঘুমিয়ে পড়া অবস্থায় ব্যক্তিটির মোবাইল তার হাতেই থেকে যায় এবং ঘরের লাইট অফ করতেও ভুলে যায় সে এবং গায়ে দেওয়ার চাদর অর্ধেক অবস্থাতেই পড়ে থাকে। ঠিক এর পরের মুহূর্তেই কুকুরটি এমন এক কাণ্ড ঘটে যা দেখে বিস্মিত সকল বিশ্ব।
View this post on Instagram
ভিডিওটিতে দেখা যায়, এরপর দৌড়ে গিয়ে মালিকের হাত থেকে মোবাইলটা সরিয়ে রাখে যথাক্রমে ঘরের লাইট অফ করে দেয় সে এবং অর্ধেক দেওয়া চাদরটি গায়ে পুরোপুরিভাবে চাপিয়ে দেয়। ফলে কুকুরটির সেই ব্যক্তিটির প্রতি প্রেম যে কতটা তা বুঝতে দেরি হয়নি কারোর। ভিডিওটি শেয়ার করা হয়েছে mohammadplant নামক ইনস্টাগ্রাম একাউন্ট থেকে। এবং ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথেই সেটি ভাইরাল হয়ে ওঠে। এখনো পর্যন্ত প্রায় 15 লাখ মানুষ ভিডিওটা দেখেছে এবং প্রায় দুই লাখের ওপর লোক তাতে লাইক দিয়ে নিজেদের ভালোবাসার উজাড় করে দিয়েছে।





Made in India