এর নাম মানবিকতা!নাগরিক সুরক্ষার নাম করে বিষ দিয়ে খুন ৫০ পথকুকুরকে

Published On:

বাংলা হান্ট ডেস্ক : গ্রামের সরপঞ্চের নির্দেশে বিষ খাইয়ে মেরে ফেলা হল ৫০টি কুকুরকে।মঙ্গলবার তেলেঙ্গানার নালগোন্ডা জেলার তেল্লাদেভেরাপল্লিতে ঘটে এই ঘটনাটি। ব্যাপারটা জানাজানি হয় বুধবার সকালে।

প্রসঙ্গত জানা গেছে গ্রামের প্রধান পাপা নায়েকের নির্দেশে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে ৫০টি নিরীহ সারমেয়কে। কুকুরের দেহগুলি একটি ট্রাকে করে নিয়ে গিয়ে নাক্কালা গান্ডি জল প্রকল্প এলাকায় ফেলা হয়।

আপাতত তদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।দেখা যাক দোষীদের শান্তি কতটা নিদারুণ হতে পারে।