বাংলাহান্ট ডেস্ক : যত দিন যাচ্ছে ততই গোটা বিশ্বের কাছে মুখ পড়ছে পাকিস্তানের। একের পর এক জঙ্গি কার্যকলাপ, নাশকতামূলক ঘটনা সহ একাধিক কারণে পাকিস্তান, ভারত (India-Pakistan) সহ গোটা বিশ্বের কাছে আজ পরিচিত হয়েছে ‘ডেডলিয়েস্ট কাউন্ট্রি’ (Deadliest Country) হিসেবে। এবার পাকিস্তানে সফররত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে সর্তকতা জারি করল ট্রাম্প প্রশাসন।
ভারত-পাক (India-Pakistan) সীমান্ত নিয়ে ট্রাম্পের সতর্কবাণী
সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে সন্ত্রাসবাদ ও অস্ত্র সংক্রান্ত ঝুঁকির কথা উল্লেখ করে বলা হয়েছে, পাকিস্তান সফর করার আগে ‘পুনর্বিবেচনা করুন।’ মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে জারি করা ট্রাভেল অ্যাডভাইসারিতে স্পষ্ট ভাষায় ট্রাম্প প্রশাসন বলেছে, পাকিস্তানের ভারত ও পাক সীমান্ত (India-Pakistan), খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তানে সফর করা থেকে বিরত থাকতে।
আরও পড়ুন : ‘খেলা হবে’! রাজ্যের চিকিৎসকদের জন্য অভিনব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার
অ্যাডভাইসারিতে উল্লেখ করা হয়েছে, ‘ সন্ত্রাসবাদ এবং সশস্ত্র সংঘাতের সম্ভাবনার কারণে পাকিস্তান ভ্রমণ পুনর্বিবেচনা করুন।’ মার্কিন প্রশাসনের জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘পাকিস্তানে সহিংস চরমপন্থী গোষ্ঠীগুলি হামলার পরিকল্পনা অব্যাহত রেখেছে। বালুচিস্তান প্রদেশ এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী হামলা প্রায়শই ঘটে। বড় আকারের সন্ত্রাসী হামলায় অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে, এবং ছোট আকারের হামলাও ঘন ঘন ঘটছে।’
আরও পড়ুন : একী কাণ্ড! কঠিন পরিস্থিতির সম্মুখীন ভারত, উধাও ১১৩০০০০০০০০০০০০ টাকা, কপাল খুলল চিনের
অ্যাডভাইসারিতে ট্রাম্প প্রশাসন বলেছে, ‘সন্ত্রাসবাদ এবং চরমপন্থী উপাদানগুলির চলমান সহিংসতার ফলে নাগরিকদের পাশাপাশি স্থানীয় সামরিক ও পুলিশ সংক্রান্ত ক্ষেত্রে লক্ষ্য করেও নির্বিচারে আক্রমণের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা পরিবহন কেন্দ্র, বাজার, শপিং মল, সামরিক স্থাপনা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, পর্যটন আকর্ষণ, স্কুল, হাসপাতাল, উপাসনালয় এবং সরকারি স্থাপনা লক্ষ্য করে সামান্য বা কোনও সতর্কতা ছাড়াই আক্রমণ করতে পারে।’

মার্কিন নাগরিকদের পাকিস্তানের ভারত-পাক (India-Pakistan) সীমান্ত এলাকায় না যাওয়ারও পরামর্শ দিয়েছে সে দেশের প্রশাসন। অ্যাডভাইসারিতে উল্লেখ করা হয়েছে, ‘নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকাগুলি সহকোনও কারণে ভারত-পাকিস্তান সীমান্তের ধারে কাছেও সফর করবেন না। জঙ্গি গোষ্ঠীগুলি এই অঞ্চলে সক্রিয় বলে জানা যায়। ভারত ও পাকিস্তান সীমান্তের নিজ নিজ দিকে শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রেখেছে।’
 
			 





 Made in India
 Made in India