বাংলাহান্ট ডেস্ক : নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার মসনদে বসার আগেই বড় জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নির্বাচনী প্রচার চলাকালীন এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে সঞ্চালক মন্তব্য করেছিলেন, ‘ধর্ষণের মতো অপরাধের দায় রয়েছে ডোনাল্ড ট্রাম্পের উপর’। এই মন্তব্যের জেরেই মানহানির মামলা দায়ের হয়েছিল ওই টিভি চ্যানেল তথা সঞ্চালকের বিরুদ্ধে। এবার এই মামলায় জরিমানা হিসেবে ১ কোটি ৫০ লক্ষ ডলার দিতে হবে ওই সংবাদ সংস্থাকে।
ট্রাম্পকে (Donald Trump) ‘ধর্ষক’ বলায় মানহানির মামলা
যেমনটা জানা যাচ্ছে, এক অনুষ্ঠান চলাকালীন ওই সংবাদ চ্যানেলের সঞ্চালক জর্জ স্টেফানোপলস একটি মন্তব্য করেছিলেন ট্রাম্প (Donald Trump) সম্পর্কে, যা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। তিনি বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প ‘ধর্ষণের মতো অপরাধে দায়ী’। ট্রাম্প (Donald Trump) নির্বাচনে জেতার পরেই ওই চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দেন।

কত টাকা জরিমানা হল সংবাদ সংস্থার: ওই মামলায় শেষ পর্যন্ত অপরাধ স্বীকার করে নিয়ে সমঝোতা করার সিদ্ধান্তে এসেছে চ্যানেলটি। রিপোর্ট অনুযায়ী, জরিমানা হিসেবে আ প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম এর তহবিলে ১ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার দান করতে হবে ওই সংবাদ সংস্থাটিকে। পাশাপাশি ওই সংবাদ চ্যানেল এবং সঞ্চালককে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। এখানেই শেষ নয়, মামলায় ট্রাম্পের (Donald Trump) হয়ে লড়া আইনজীবীর বেতন যা ১০ লক্ষ মার্কিন ডলার, তাও দিতে হবে ওই সংস্থাকে।
আরো পড়ুন : ভারতের সাথে কমছে উত্তেজনা? “বিজয় দিবস”-এ বাংলাদেশ নিল বড় পদক্ষেপ! কলকাতায় পাঠানো হল….
কেন জরিমানা হল সংস্থার: উল্লেখ্য, নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। কিন্তু নিউ ইয়র্কের আইনে যৌন হেনস্থাকে ধর্ষণ বলা যায় না। তাই ট্রাম্পের (Donald Trump) মানহানি করার অভিযোগে মামলা দায়ের হয় সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে।
আরো পড়ুন : বছর ঘুরলেই শুভদিন, নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে বাগদান-আশীর্বাদ সারলেন শ্বেতা-রুবেল
প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয় বার মার্কিন মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। গত বারের থেকেও বেশি মোট ৩১২ টি আসন দখল করেছে রিপাবলিকানরা। আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প।





Made in India