বাংলা হান্ট ডেস্ক: ২০০৮ প্রকাশ পায় সেই বছরের অন্যতম হিট বলি মুভি ‘দোস্তানা’। জন আব্রাহাম, অভিষেক বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়ার ত্রিকোণ প্রেম নজর বেশ পছন্দ হয় ফিল্ম অনুরাগীদের। করণ জোহর প্রযোজিত এই ফিল্ম সেই। বছর বক্স অফিসেও সাফল্য অর্জন করে। এ বার সেই দোস্তানা-এর সিক্যুয়েল বানানোর কথা জানালেন করণ জোহর নিজেই।
বৃহস্পতিবার নিজের টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন করণ জানান দোস্তানা ২ এর কথা।ভিডিয়ো থেকে স্পষ্ট ই বোঝা যায় আগের দোস্তানার মতোই সিক্যুয়েলটি মূলেও সেই ত্রিকোণ প্রেম। তবে এই ভিডিয়োটি র মধ্যে একটি রহস্য আছে। মূল চরিত্রে কার্তিক আরিয়ান ও জাহ্নবীর নাম প্রকাশ করলেও তৃতীয় চরিত্রে অভিনেতা কে, তা প্রকাশ করেনি। সেই তৃতীয় ব্যক্তির ভূমিকায় কোনো নতুন মুখ থাকবে, এমনটাই লিখেছেন করণ।
দোস্তানা ফ্র্য়াঞ্চাইজির দ্বিতীয় ছবির পরিচালনা করবেন কলিন ডি’সুজা। এর আগে বলিউডের বেশ কিছু হিট ফিল্মের অ্যাসিসটান্ট ডিরেক্টর ও সেকেন্ড ইউনিট ডিরেক্টরের ভূমিকায় কাজ করেছেন তিনি। সেকেন্ড ইউনিট ডিরেক্টর হিসাবে তিনি তলাশ, ভাগ মিলখা ভাগ, পিকে-এর মতো সফল ফিল্ম এ তিনি কাজ করেছেন। এ বার মূল ডিরেক্টর হিসাবে দোস্তানা ২-এ তিনি কতটা সফল হন, তা দেখার বিষয়।
ত্রিকোণ প্রেমের তৃতীয় কোণটি কে পূরণ করবে? সেই প্রশ্নের উত্তর পেতে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন, এমনটাই জানালেন করণ জোহর।





Made in India