বাংলা হান্ট ডেস্ক: এই তো মাস কয়েক আগের ঘটনা! ইনস্টাগ্রামে স্বামীকে ডিভোর্স দিয়ে তুমুল ভাইরাল হন দুবাইয়ের (Dubai) রাজকুমারী শেখ মাহেরা মহম্মদ বিন রশিদ আল মাকতুম। অনেকেই যেখানে ডিভোর্সের মতো ঘটনা সমাজের আড়ালে লুকিয়ে রাখতে চান, সেখানে রাজকুমারীর এহেন কাণ্ড দেখে সকলে কুর্ণিশ জানাতে থাকে। আর এবার ফের নেটাগরিকদের চর্চায় উঠে এলেন তিনি। তবে এবার চর্চার কারণ হচ্ছে পারফিউম। সম্প্রতি রাজকুমারী বাজারে এমন একটি পারফিউম লঞ্চ করেছেন তারপর থেকে সবার মুখে মুখে এখন তাঁর নাম।
দুবাইয়ের (Dubai) রাজকুমারীর পারফিউম লঞ্চ:
জানিয়ে রাখি যে, দুবাইয়ের (Dubai) রাজা মহম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে মাহেরা। দুবাই রাজের তনয়া জুলাই মাসে সমাজ মাধ্যমে স্বামীর সাথে বিচ্ছেদ করেন। আর সেই ঘটনার মাস দেড়েকের মাথায় এবার তিনি লঞ্চ করলেন একটি সুগন্ধি অর্থাৎ পারফিউম। তাঁরই সংস্থা মাহেরা এম ওয়ান তৈরি করেছে এই নতুন সুগন্ধি। যার নাম “ডিভোর্স”।

মাহেরা যে পারফিউম লঞ্চ করেছেন সেটা যদিও এখনো বাজারে আসেনি। তবে এই পারফিউমের খবর সমাজমাধ্যম থেকে জানা যায়। তাঁর সংস্থা মাহেরা এম ওয়ান ইনস্টাগ্রাম পেজেই দেখা গিয়েছে সেই পারফিউমের ঝলক। কাচের কালো একটি বোতলের গায়ে ইংরেজি সাদা কালিতে লেখা “ডিভোর্স”। আর সুগন্ধির ছবি পোস্ট হতে না হতেই সকলের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, এর দাম কত? তবে এখনো পর্যন্ত এই পারফিউমের কোনো কিছুই জানা যায়নি। এমনকি প্রোডাক্ট ডিটেলস নিয়ে কোনো তথ্য সামনে আসেনি।
আরও পড়ুন: দলীপ ট্রফির ম্যাচে খেলতে খেলতে হঠাৎ মাঠ ছাড়লেন রুতুরাজ! কারণ জানলে উঠবেন চমকে
কিন্তু এই পারফিউমের মূল্যর পাশাপাশি, নেটাগরিকরা জানতে চেয়েছেন এমন নামকরণের উদ্দেশ্য কি? অনেকেই মনে করছেন, সদ্য বিবাহবিচ্ছেদ হওয়ার কারণেই সুগন্ধির এমন নামকরণ। কিন্তু এই তথ্যই আসল সত্য নাকি অন্য কিছু কারণ রয়েছে সেটা একমাত্র বলতে পারবেন মাহেরা।
আরও পড়ুন: ১৪৭ বছরে প্রথমবার….ইতিহাস তৈরির পথে কোহলি! সচিনের বিশ্ব রেকর্ডও সহজেই দেবেন ভেঙে
উল্লেখ্য, মাহেরা ২০২৩ সালে মে মাসে আরবের ব্যবসায়ী শেখ মানা বিন মহম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁর স্বামী অন্য নারীর সাথে জড়িয়ে পড়েন। ইন্সটাগ্রামে সেকথাও উল্লেখ করেই তিনি ডিভোর্স দিয়েছেন। এমনকি তিনি তাঁর ধর্মানুসারে, তিন তালাকের মাধ্যমেই বিচ্ছেদ করেন। তবে জানিয়ে রাখি মাহেরা একজন কন্যা সন্তানেরও মা। মেয়েকে নিয়ে এখন বেশ সুখে আছেন তিনি।





Made in India