বাংলাহান্ট ডেস্ক : তোলপাড় শুরু হয়েছে কালিয়াগঞ্জে (Kaliagunj)। বিছিন্ন দুই ঘটনায় জোড়া মৃত্যুকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রর চেহারা নিয়েছে কালিয়াগঞ্জ। পাশাপাশি, থানায় অগ্নিসংযোগ এবং পুলিসের উপর হামলা যেন আরোও খানিকটা উত্তেজনার পারদকে বাড়িয়ে তুলেছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
এই অশান্তির প্রতিবাদে শুক্রবার উত্তরবঙ্গ বন্ধের ডাক দিল বিজেপি। বৃহস্পতিবার রায়গঞ্জে নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন রায়গঞ্জে বিজেপি সাংসদ (BJP MP) দেবশ্রী চৌধুরী। জানা গিয়েছে, উত্তরবঙ্গের (North Bengal) ৭ জেলায় ১২ ঘণ্টার জন্য জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সবকিছু। তবে, ধর্মঘটের জেরে বিভিন্ন এলাকায় বড়সড় প্রভাব পড়বে বলেই মনে করছে বন্ধের ডাক দেওয়া বিজেপি।
বন্ধ মানেই জনগণের সমস্যা, তাই বিজেপি জনবিরোধী কর্মসূচি নিয়েছে বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল। তবে, এই পরিস্থিতিতে অভিষেক বন্দোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, বন্ধ সত্ত্বেও তাঁর কর্মসূচি চলবেই। বলা বাহুল্য, ধর্ষণের পর ছাত্রীর মৃত্যু ও পুলিশের উপর হামলার জেরে কালিয়াগঞ্জ যখন জ্বলছে ঠিক তখনই রাজবংশী যুবককে পুলিশ গুলি করে মেরেছে বলে অভিযোগ উঠেছে।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার সীমান্তবর্তী রাধিকাপুর গ্রামে বুধবার রাতে পুলিশ অভিযান চালায়। সূত্রের খবর, আসামী ধরতে সীমান্তবর্তী গ্রামটিতে পুলিশের এই অভিযান। এদিকে বিজেপির পক্ষ থেকে মৃত্যুঞ্জয় বর্মণ নামে ওই যুবকের মৃত্যুকে ‘রাজবংশী’দের উপর পুলিশের অত্যাচার বলে ব্যাখা করা হয়। আর তারপরই রাজ্য বিজেপি নেতৃত্ব শুক্রবার উত্তরবঙ্গে ১২ ঘণ্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে।





Made in India