বাংলাহান্ট ডেস্ক : মহালয়া মানেই বাঙালির পুজো শুরু। গোটা বছরের প্রতীক্ষার অবসান হয় মহালয়ার দিন। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনার মাধ্যমে শুরু হয়ে যায় দুর্গাপুজো। পুজোর কয়েকটা দিন আনন্দে উৎসবে মুখর হয়ে থাকে গোটা বাংলা। তবে সময়ের নিয়ম মেনে চলে আসে দশমী।
দশমী মানেই আবার পরের বছর পুজোর জন্য অপেক্ষার শুরু। বিজয়ার কোলাকুলির মধ্যে দিয়ে শুরু হয়ে যায় নতুন প্রতীক্ষার। পরবর্তী পুজোর প্রস্তুতি। নতুন বছরের ক্যালেন্ডার হাতে পেলেই প্রথমে দেখি কবে পড়েছে এ বছরের পুজো! একটা, দুটো দিন করে শুরু হয়ে যায় কাউন্টিং। এবছরের মতো আগামী বছরও মহালয়া পড়েছে অক্টোবর মাসে।
আরোও পড়ুন : দুর্দান্ত খবর! এবার রাত ১টা বেজে গেলেও পেয়ে যাবেন ট্রেন, বাড়ি ফেরার চিন্তা কমালো রেল
আগামী বছর অক্টোবর মাসের ২ তারিখ মহালয়া। সেদিন গোটা দেশজুড়ে গান্ধী জয়ন্তী উপলক্ষে ছুটি। অর্থাৎ মহালয়ার ছুটি এক কথায় নষ্ট হল বলা যেতেই পারে। আগামী বছর ৮ অক্টোবর মঙ্গলবার মহা পঞ্চমী ও ৯ অক্টোবর বুধবার বোধন। আগামী বছর মহা সপ্তমী পড়েছে ১০ অক্টোবর, বৃহস্পতিবার। মহাষ্টমী ১১ অক্টোবর, শুক্রবার।

শনি ও রবিবার পড়েছে নবমী ও দশমী। দুর্গাপুজোর পর আসে লক্ষ্মীপুজো। কোজাগরী লক্ষ্মীপুজো নিয়েও বাঙালির উন্মাদনা কম নয়। লক্ষ্মীপুজো উপলক্ষেও উৎসবে মেতে উঠে বাঙালি। আগামী বছর ১ নভেম্বর, শুক্রবার কোজাগরী লক্ষ্মীপুজো। লক্ষ্মী পুজোর পরের দুদিন অর্থাৎ শনি ও রবিবার ছুটিই বলা যেতে পারে।





Made in India