বাংলাহান্ট ডেস্ক: বিনোদন জগতের সব সম্পর্কের বাঁধুনিই বড্ড আলগা, একথা সত্যতা প্রমাণ করে জীবনসঙ্গিনী মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) হাত ছেড়ে ঘর বেঁধেছেন দুর্নিবার সাহা (Durnibar Saha)। ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) সঙ্গে নতুন করে শুরু করেছেন সংসার। যাবতীয় ট্রোল, সমালোচনাকে তুড়ি মেরে নতুন করে শুরু করেছেন জীবন।
মার্চে দ্বিতীয় বিয়ে সারার পর গত ১৪ এপ্রিল জন্মদিন পালন করলেন দুর্নিবার। ঐন্দ্রিলার সঙ্গে বিয়ের পর এটাই ছিল গায়কের প্রথম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় যুগলে ছবি, ভিডিও শেয়ার করে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মোহর। সঙ্গে আদুরে বার্তা। পালটা দুর্নিবারও মাম্মামকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন , তাঁর হাসির প্রেমে পড়েছিলেন তিনি।

ট্রোল এখনো অব্যাহত। তবুও দুর্নিবারের কথায়, এই প্রথম বার জন্মদিনটা খুব শান্তিতে কেটেছে তাঁর। উপরন্তু বিয়ের পর প্রথম জন্মদিন, তাই অনেকটা স্পেশ্যালও। দ্বিতীয় স্ত্রী মোহর নাকি এমন এক উপহার তাঁকে দিয়েছেন যা তাঁর দৈনন্দিন জীবনে কাজে লাগবে। যদিও সেই উপহার কী তা খোলসা করেননি দুর্নিবার।
তবে দ্বিতীয় স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের তরফে কোনো বার্তা আসেনি এখনো। প্রাক্তনের জন্মদিনে মৌনতাই অবলম্বন করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মীনাক্ষীর শেষ পোস্ট ছিল গত ৩০ মার্চ। তারপর থেকে আর সক্রিয় দেখা যায়নি তাঁকে নেটমাধ্যমে।
এর আগে দিদি নাম্বার ওয়ানে এসে দুর্নিবার বলেছিলেন, প্রথম যখন তিনি ভালবাসাটা বুঝতে পারেন, তখন মনে হয়েছিল মীনাক্ষীর সঙ্গেই সারাটা জীবন কাটানো যায়। কিন্তু কয়েক বছরের লিভ ইন আর তারপর এক বছরের বৈবাহিক জীবনেই মোহভঙ্গ হয় গায়কের। দ্বিতীয় বিয়ের জন্য কম খোঁটা শুনতে হয়নি দুর্নিবারকে। এমনকি অনেকে এও বলেছেন, মোহরের মারফতে দ্রুত সাফল্য পেতেই মীনাক্ষীকে ছেড়ে দিয়েছেন তিনি। তবে মুখ বুজে নয়, ট্রোলের যথাসম্ভব উত্তর দিয়েছেন দুর্নিবার।





Made in India