বাংলা হান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলা প্রধান ইলন মাস্কের (Elon Musk) মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব শেয়ার বাজারেও দেখা দিতে শুরু করেছে। বৃহস্পতিবার শেষ ট্রেডিং দিনে, যখন ট্রাম্প নতুন ট্যাক্স বিল নিয়ে মাস্ককে টার্গেট করেছিলেন, তখন মাস্কও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই, টেসলার শেয়ারের দাম কমে যায় এবং এর ফলে মাস্কের বিশাল ক্ষতি হয়। গত ২৪ ঘন্টায়, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ৩ লক্ষ কোটি টাকা কমে যায়। সবথেকে চমকপ্রদ বিষয় হল, এই পরিমাণটি পাকিস্তানের ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য অনুমোদিত মোট বাজেটের চেয়েও বেশি।
বিপুল ক্ষতির সম্মুখীন ইলন মাস্ক (Elon Musk):
মাস্কের মোট সম্পদে বিপুল পতন: ডোনাল্ড ট্রাম্পের সাথে বিরোধের মধ্যে, গত বৃহস্পতিবার টেসলার শেয়ারের দাম ৯.৫৩ শতাংশ কমে যায় এবং লেনদেনের সময় এটি ১৪ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল। এই শেয়ারের দাম ৩০০.৪১ ডলারে নেমে আসে। যার প্রভাব এলন মাস্কের (Elon Musk) মোট সম্পদের ওপরেও দেখা গেছে ব্লুমবার্গ রিয়েল টাইম বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ইলন মাস্কের মোট সম্পদ ৩৩৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। গত ২৪ ঘন্টায়, মাস্কের ৩৩.৯ বিলিয়ন ডলার (প্রায় ২.৯৩ লক্ষ কোটি টাকা) সম্পদ নিশ্চিহ্ন হয়ে গেছে।

টেসলার মার্কেট ভ্যালুতে সবচেয়ে বড় পতন: টেসলার শেয়ারের দামের পতনের ফলে একদিনে কোম্পানির বাজার মূল্যের সবচেয়ে বড় পতন ঘটেছে। ওই কোম্পানির মার্কেট ভ্যালু ১৫০ বিলিয়ন ডলার কমেছে। যার ফলে ওই কোম্পানির মার্কেট ক্যাপ ১ ট্রিলিয়ন ডলারের নিচে নেমে আসে এবং দিনের শেষে এটি ৯১৬ বিলিয়ন ডলারে পৌঁছয়। জানিয়ে রাখি যে, গত ৫ টি ট্রেডিং সেশনের মধ্যে ৪ টিতেই এই শেয়ারের দাম কমেছে।
মাস্কের অন্যান্য ব্যবসাও হতে পারে প্রভাবিত: ইলন মাস্ক (Elon Musk) এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই বিরোধ বৃদ্ধির ফলে টেসলার বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কেবল টেসলাই নয়, মাস্কের অন্যান্য ব্যবসাও এর দ্বারা প্রভাবিত হতে পারে। উল্লেখ্য যে, বৈদ্যুতিক গাড়ি তৈরির পাশাপাশি, বিশ্লেষকরা মাস্কের স্পেসএক্স, নিউরালিঙ্ক এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার)-এর ওপরেও প্রভাব পড়ার সম্ভাবনাও প্রকাশ করছেন। যদিও, তালিকায় এই বিপুল ক্ষতির সম্মুখীন হয়েও বিশ্বের শ্রেষ্ঠ ধনীর তালিকায় মাস্ক এখনও প্রথম স্থানে রয়েছেন। বর্তমানে তবে মোট সম্পদের পরিমাণ হল ৩৩৫ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: পাত্তাই পেল না ট্রাম্পের হুমকি! iPhone-এর জন্য Tata-র সাথে বড় চুক্তি করল Apple
পাকিস্তানের মোট বাজেটের দ্বিগুণ ক্ষতি: জানিয়ে রাখি, একদিনে ইলন মাস্কের (Elon Musk) ক্ষতি পাকিস্তানের আনুমানিক বাজেটের প্রায় দ্বিগুণ হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য যে, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তানের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আসন্ন ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৪,২২৪ বিলিয়ন পাকিস্তানি রুপির জাতীয় উন্নয়ন বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে। এমতাবস যদি আমরা মাস্কের একদিনের ক্ষতি পাকিস্তানি মুদ্রায় রূপান্তর করি, তাহলে সেটি পরিমাণ প্রায় ৯,৫০০ বিলিয়ন পাকিস্তানি রুপি।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:





Made in India