বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ইলন মাস্কের (Elon Musk) বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা (Tesla) একটি ভারতীয় কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। জানা গিয়েছে, এই বিষয়টি ট্রেডমার্ক লঙ্ঘনের সাথে সম্পর্কিত রয়েছে। ভারতীয় কোম্পানি টেসলা পাওয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। এমতাবস্থায়, ইলন মাস্কের বৈদ্যুতিক যানবাহণ কোম্পানি টেসলার তরফে টেসলা পাওয়ার ইন্ডিয়াকে ট্রেডমার্ক টেসলার ব্যবহার বন্ধ করার জন্য হাইকোর্টের কাছে দাবি জানানো হয়।
টেসলা এই অভিযোগ করেছে: ইলন মাস্কের টেসলা কোম্পানির পক্ষে আদালতে হাজির থাকা সিনিয়র অ্যাডভোকেট চন্দর লালের মতে, ট্রেডমার্কের অপব্যবহার আমেরিকান কোম্পানির সুনামকে ক্ষতিগ্রস্ত করছে এবং এর ব্যবসায়িক স্বার্থকে প্রভাবিত করছে। তিনি আরও বলেন যে কোম্পানির নাম ব্যবহার গ্রাহকদের বিভ্রান্ত করছে এবং টেসলা পাওয়ারের ব্যাটারির বিরুদ্ধে অভিযোগগুলি আমেরিকান কোম্পানি ইভি নির্মাতা টেসলা ইনকর্পোরেটেডের কাছে পুনঃনির্দেশিত হচ্ছে। কারণ গ্রাহকরা এটিকে ইলন মাস্কের কোম্পানির সাথে যুক্ত করেছেন।
এছাড়াও, চন্দর লাল অভিযোগ করেছেন যে, গুরুগ্রামে স্থিত কোম্পানি টেসলা পাওয়ার তার ব্যাটারির বিজ্ঞাপন দেওয়ার সময়ে নিজেকে একটি বৈদ্যুতিক যানবাহণ কোম্পানি হিসেবে দেখাচ্ছে। এদিকে, আমেরিকান সংস্থার আবেদনের পরে, আদালত গুরুগ্রামে স্থিত এই সংস্থা অর্থাৎ টেসলা পাওয়ারের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে। এই মামলার পরবর্তী শুনানি ২২ মে হওয়ার কথা রয়েছে।

এমতাবস্থায়, টেসলা পাওয়ার জানিয়েছে যে, তারা বহু বছর ধরে ব্যবসা করছে এবং ওই সংস্থার তরফ যানবাহণে ব্যবহৃত প্রচলিত ব্যাটারি তৈরি করা হয়। টেসলা পাওয়ারের তরফে মানোহ পাহওয়া এই তথ্য দেন। তিনি বলেন, তাঁর কোম্পানি মাস্কের টেসলার থেকে অনেক আগে থেকে ভারতে রয়েছে এবং সরকারের কাছ থেকে সমস্ত অনুমতি নিয়েছে। শুধু তাই নয়, তিনি কখনোই নিজেকে মাস্কের টেসলার সাথে সম্পর্কিত বলে দাবি করেননি। এছাড়াও, ইভি বাজারে আসার কোনো পরিকল্পনা তাঁদের নেই বলেও জানান তিনি। তিনি আরও স্পষ্ট করেছেন যে, টেসলার ট্রেডমার্কের বিজ্ঞাপনটি ই-আশওয়া নামে অন্য একটি সংস্থার সাথে সম্পর্কিত।
আরও পড়ুন: নেপালের ১০০ টাকার নোটে নতুন মানচিত্রে অন্তর্ভুক্ত ভারতের একাধিক অংশ! শুরু হল নয়া বিতর্ক
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই ক্ষেত্রে হাইকোর্ট বলেছে যে ইলন মাস্কের টেসলা এই বিষয়ে কোনো তৎপরতা দেখায়নি। তারা ২০২০ সাল থেকে টেসলা পাওয়ারের সাথে তার ট্রেডমার্কের অবৈধ ব্যবহারের বিষয়ে যোগাযোগ করে আসছিল। এদিকে, টেসলা পাওয়ার যুক্তি দিয়েছিল যে তারা ইভি ব্যাটারি তৈরি করছে না। বরং প্রচলিত যানবাহণ ও ইনভার্টারে ব্যবহৃত লিড অ্যাসিড ব্যাটারি বিক্রি করছে।
আরও পড়ুন: “ও খাঁটি সোনা”, দেবের মুখে এবার হিরণের স্তুতি! জানালেন….
টেসলা পাওয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান কাবিন্দর খুরানাও আদালতে উপস্থিত ছিলেন এবং বলেছিলেন যে এটি টেসলা ব্র্যান্ডের অধীনে তার ইভি তৈরি বা বাজারজাত করবে না। তবে, আমেরিকাতে একটি অংশীদারি সংস্থা রয়েছে। টেসলা ট্রেডমার্ক বহনকারী বিজ্ঞাপনটি ই-আশওয়া নামে আরেকটি কোম্পানির। যার সাথে টেসলা পাওয়ারের ব্র্যান্ডেড পণ্য বিক্রির কৌশলগত অংশীদারিত্ব রয়েছে বলেও জানা গিয়েছে।





Made in India