বাংলা হান্ট ডেস্ক: শুনানি চলাকালীন আদালতে অসুস্থ হয়ে পড়েন মিশরের বিতর্কিত প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি। এজলাসে প্রাণ হারান তিনি।তার বয়স হয়েছিল ৬৭ বছর। কোন রকম ব্যবস্থা নেওয়ার আগেই মোরসি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে।

মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির বিরুদ্দে ইসলামিক মৌলবাদী সংগঠনের সঙ্গে সংযোগ ও গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। মিশরের রাজধানী কায়রোর একটি আদালতে ওই মামলার শুনানি চলছিল।
শুনানি শেষে মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট এর জবানবন্দি নেওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মোরসি চিকিৎসক তড়িঘড়ি গেলেও তার প্রাণ বাঁচানো যায়নি।





Made in India