বাংলা hunt ডেস্ক : চাকরি সূত্রে হরিদ্বারে থাকতে হয় পূর্ব মেদিনীপুরের দেবীপ্রসাদ হাজরা কে।এদিকে প্রথম জামাইষষ্ঠী তে থাকতে পারলেন না তিনি।ছুটি মেলেনি ,তাই মন খারাপ হলেও কিছু করার নেই ।কিন্তু দমবার পাত্র নয় শাশুড়ি।প্রথম বার জামাইষষ্ঠী ,তাই জামাইকে ফোঁটা দিতে ” ফেসবুক লাইভ ” কেই ভরসা করলেন তিনি।লাইভে নতুন জামাই কে দিলেন ফোঁটা।শুধু তাই নয়,
খাওয়ার জন্য টাকা পাঠালেন অনলাইনে।বললেন সুস্বাদু সব খাবার খেয়ে নিতে।এতো কিছুর পরেও কোথাও যেনো একটা না পাওয়া কাজ করলো দেবীপ্রসাদের শাশুড়ি’র।
নতুন জামাই কে হাতে গড়া ভালো- মন্দ না খাওয়ানোর।





Made in India