বাংলা হান্ট ডেস্কঃ ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের দিনে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে গোটা দেশ নিজেদের দখলে নিয়েছিল তালিবান। এরপর থেকেই সেখানে তাঁরা নিজেদের সরকার গঠনের প্রক্রিয়ায় লেগে পড়েছে। তালিবানরা আফগানিস্তান দখলের সাথে সাথে কাবুল সহ দেশের বিভিন্ন জেলে বন্দি জঙ্গিদেরও নিঃশর্ত মুক্তি দিয়েছিল।
সেই জঙ্গিদের মধ্যে একজন ছিল তেহরিক-ই-তালিবানের (TTP) প্রতিষ্ঠাতা মৌলবি ফকির মোহম্মদ। এই TTP-র সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আদা-কাঁচকলার মতো। ফকির মোহম্মদ জেলে বন্দি হওয়ার আগে পাকিস্তানে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ এবং হামলার সঙ্গে জড়িত ছিল। আর তাঁর মুক্তিতে চিন্তায় পড়েছিল তালিবান।
বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, TTP-র প্রধান ফকির মোহম্মদ বেলুচিস্তানকে পাকিস্তানের থেকে স্বাধীন করার জন্য সেখানকার স্থানীয় বিদ্রোহী সংগঠনের সঙ্গে হাত মিলিয়েছে। আর তাঁদের রসদ জোগান দিচ্ছে খোদ তালিবান। আর এরই মধ্যে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে, ওয়াজিরিস্তানে টিটিপি জঙ্গিদের সামনে পাকিস্তানের কয়েকজন সেনা জওয়ান আত্মসমর্পণ করেছে। তাঁদের গলায় জুতোর মালা পরিয়ে ঘুরিয়েছে TTP-র জঙ্গিরা।

সোশ্যাল মিডিয়ায় এই সম্বন্ধিত পোস্ট এবং ছবি ভাইরাল হচ্ছে। অনেকই সেই ছবি শেয়ার করায় চারিদিকে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ছে। আর সেই খবর সত্যতা জানতে আমরা যখন তদন্ত চালাই। তখন জানতে পারি যে, ছবিটি দেড় বছরের পুরনো।
ছবিটি তদন্ত করে জানতে পারি যে, এই ঘটনার সঙ্গে TTP বয়া তালিবানের কোনও যোগ নেই। এটি ২০২০ সালের মে মাসের ছবি। সেখানে দাবি করা হয়েছে যে, বালোচ বিদ্রোহীরা পাকিস্তানের সেনা জওয়ানদের আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং তাঁদের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরায়।





Made in India