ফারহান আখতার এবং টেলিভিশন সঞ্চালক শিবানী ডান্ডেকরের সঙ্গে কোনো ছবি মাঝের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। বলিউডের এই গুঞ্জন আরো বেড়ে গেল থাইল্যান্ডের কো সামুইতে তাদের একসঙ্গে ছবি দেখে। সেই ছবিতে দেখা যাচ্ছে শিবানী লাল বিকিনি পরে ফারহানের সঙ্গে বসে আছেন নীল জলের সুইমিং পুলে।
ফারহান সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘তোমাতে, তোমার পাশে তোমার সঙ্গে…’। আবার শিবানী সমুদ্রের ওপর ঝোলানো এক দোলনায় শুয়ে ছবি পোস্ট করে লিখেছেন,’আইল্যান্ড ভাইবস। খয়েরি মেয়েটা আরও খয়েরি হয়ে উঠছে।’
 
			 





 Made in India
 Made in India