নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ নদিয়ার চাপড়ার পিঁপড়াগাছিতে বজ্রপাতে মৃত্যু হল এক কৃষকের। আহত আরও দুই কৃষক। মৃত কৃষক সহিদুল সেখ(৪০)। তিনি চাপড়ার গোয়ালডাঙার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পিঁপড়াগাছি মাঠে পাট কাটছিলেন সহিদুল সহ অন্যান্য কৃষকরা। সেই সময় বজ্রপাত হলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান সহিদুল।

এই ঘটনায় আরও দুজন কৃষক আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও আশেপাশের কৃষকরা তাদের উদ্ধার করে। সহিদুল সেখ কে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের চিকিৎস্যার জন্য কৃষ্ণনগর শক্তি নগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।





Made in India