বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় ইন্ডাস্ট্রিতে বিতর্কিত পরিচালক মহেশ ভট্ট (Mahesh Bhatt)। বহুবার বহু অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। তাঁর বিরুদ্ধে উঠেছে নানান অভিযোগ। স্ত্রী থাকা সত্বেও সনি রাজদানের প্রেমে পড়েছিলেন এই পরিচালক। সম্পর্ক গড়িয়েছিল অনেক দূর। যদিও বাবার এই পরকীয়া সম্পর্কে ভুল দেখতে পাননি আলিয়া ভট্ট (Alia Bhatt)।
সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আলিয়ার পুরোনো একটি সাক্ষাৎকার। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘একটা সময় আমার বাবা আমার মায়ের প্রেমে পড়েছিলেন। যদিও আমায় এটাতে কিছুই খারাপ দেখতে পাইনা। কারণ যা হয় সেটা ভালোর জন্যই হয়’।

অভিনেত্রীর সংযোজন, ‘আমি পরকীয়া সম্পর্ক যে ঠিক সে কথা বলছিনা। তবে এইটুকুই বলতে চাই যে মানবচরিত্র এমনই। আমরা মানুষের প্রকৃতি বোঝার চেষ্টা করি। তবে সবসময় হয়ত পরিস্থিতি একই রকমের হয়না। আর পরকীয়া সম্পর্ক আজ থেকে নয় বহু আগে থেকেই চলে আসছে’।

মহেশ ভট্ট এবং সোনি রাজদানের কন্যা আলিয়া ভট্ট। যদিও বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় প্রথম স্ত্রী থাকাকালীনই নাকি অভিনেত্রীর মায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পরিচালক। বাবার এই কাজে অন্যায় দেখছেন না অভিনেত্রী। তাঁর মতে, প্রতারণা বলে কিছুই হয়না। প্রেম বা ভালোবাসা যে কোনো বয়সেই সম্ভব।

অভিনেত্রীর এহেন মন্তব্যের পরেই নেট দুনিয়ায় শোরগোল পড়েছে। কেউ লিখেছেন, ‘বৈবাহিক সম্পর্কে তাহলে বিশ্বাসটা কোথায়’? কেউ আবার লিখেছেন, ‘রণবীর যদি এমনটা করেন তাহলে মেনে নেবেন তো’? তবে অভিনেত্রীর ভক্তরা তাঁর এই চিন্তা ধারার তারিফ করেছেন।
 
			 





 Made in India
 Made in India