বাংলা হান্ট ডেস্ক: হল না শেষ রক্ষা! এবার নামিবিয়া থেকে ভারতে নিয়ে আসা আটটি চিতার (Namibian Cheetah) মধ্যে একটির মৃত্যু হল। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭২ তম জন্মদিনে ওই চিতাগুলিকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়। যদিও, মাস ছয়েক পরেই কিডনিতে সংক্রমণের কারণে অসুস্থ হয়ে মৃত্যু হল “সাশা” নামের এক স্ত্রী চিতার।
ভারতে আসার আগেই কিডনিতে সংক্রমণ ছিল সাশার: ইতিমধ্যেই গণমাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, সাশা কিডনির সংক্রমণে ভুগছিল। ২০২৩ সালের জানুয়ারিতে, সাশার কিডনির রোগ প্রথম নজরে আসে।এদিকে, সাশার মৃত্যুর খবর সামনে এনেছে মধ্যপ্রদেশের বন বিভাগও। জানানো হয়েছে, “কুনো ন্যাশনাল পার্কে নামিবিয়া থেকে নিয়ে আসা সাশা নামের একটি স্ত্রী চিতা গত সোমবার কিডনির সংক্রমণের কারণে মারা গেছে। ভারতে আসার আগে থেকেই ওই স্ত্রী চিতার কিডনিতে সংক্রমণ ছিল।”
পাশাপাশি মধ্যপ্রদেশ বন বিভাগ জানিয়েছে, “নামিবিয়া থেকে সাশার ট্রিটমেন্ট হিস্ট্রি পাওয়ার পর দেখা গেছে যে ১৫ আগস্ট, ২০২২-এ নামিবিয়ায় সাশার রক্তের নমুনার শেষ পরীক্ষায় ক্রিয়েটিনিনের মাত্রা ৪০০-র বেশি ছিল। এটি নিশ্চিত করে যে ভারতে আসার আগে সাশার কিডনির রোগ ছিল।”
জানুয়ারি থেকে চিকিৎসা চলছিল সাশার: এদিকে, সাশার অসুস্থতা সম্পর্কে জানতে পাড়ার পরই গত ২২ জানুয়ারি, ২০২৩ থেকে তার চিকিৎসা শুরু হয়। সাশার স্বাস্থ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞ ডক্টর অ্যাড্রিয়ান টর্ডিক, ডক্টর অ্যান্ডি ফ্রেজার, ডক্টর মাইক এবং ফিন্দা গেম রিজার্ভের সিনিয়র ম্যানেজমেন্টের সাথে আলোচনা করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পরই ভারতে সাশার চিকিৎসা করা হয়। যদিও, শেষপর্যন্ত বাঁচানো গেলনা সাশাকে।
এদিকে, জানা গিয়েছে যে, বর্তমানে নামিবিয়া থেকে নিয়ে আসা ৭ টি চিতা ওই ন্যাশনাল পার্কে রয়েছে। তাদের মধ্যে তিনটি পুরুষ চিতা এবং একটি স্ত্রী চিতাকে পার্কের উন্মুক্ত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, সেগুলি “সম্পূর্ণ সুস্থ, সক্রিয় এবং স্বাভাবিকভাবে শিকার করছে।”
नामीबिया से कूनो राष्ट्रीय उद्यान में छोड़ी गई मादा चीता "साशा" के गुर्दों में संक्रमण होने की वजह से सोमवार को मृत्यु हो गई है। इस मादा चीता के गुर्दों में संक्रमण भारत आने के पहले से ही था।#JansamparkMP pic.twitter.com/XIg2Pl8O1f
— Department of Forest, MP (@minforestmp) March 27, 2023
হায়দ্রাবাদে চিতার মৃত্যু: গত শুক্রবার হায়দ্রাবাদের নেহেরু জুলজিক্যাল পার্কের শেষ চিতা আবদুল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। সৌদির যুবরাজ, বন্দর বিন সৌদ বিন মোহাম্মদ আল সৌদ ২০১২ সালে হায়দ্রাবাদকে এই চিতা উপহার হিসেবে দিয়েছিলেন। মূলত, সৌদির যুবরাজ দু’টি চিতাবাঘ উপহার দেন। সেগুলি হল হিবা এবং আবদুল্লাহ। এদিকে, ২০২২ সালে হিবা মারা গিয়েছিল। তবে, এবার মৃত্যু হল আবদুল্লাহরও।





Made in India