বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় অলিম্পিয়ান এবং ফেন্সিং চ্যাম্পিয়ন চাঁদালাভাদা আনন্দ সুন্ধারারামন ভবানী দেবী তৈরি করলেন ইতিহাস। সোমবার তিনি চীনের উক্সিতে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের সাবার ইভেন্টে ভারতের ক্রীড়াবিদ হিসাবে প্রথম পদক জিতে ইতিহাস তৈরি করেছেন। এর আগে ভবানী একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেমিফাইনালে উজবেকিস্তানের জয়নাব দাইবেকোভার কাছে ১৪-১৫ ফলে হেরে আজ ব্রোঞ্জের জন্য লড়াই করতে বাধ্য হয়েছেন এবং শেষপর্যন্ত তিনি ওই পদক নিয়ে মর্যাদাপূর্ণ ইভেন্টে ভারতকে তার প্রথম পদক এনে দেন।
বিস্তারিত আসছে….





Made in India