বাংলাহান্ট ডেস্কঃ আমফানের তান্ডবে বিধ্বস্ত গোটা দক্ষিণ বাংলা। গতকাল বিকেল থেকে পূর্ব মেদিনীপুর, কলকাতা ও দুই ২৪ পরগণায় ধ্বংসলীলা চালায় ঘুর্ণিঝড়। জানা যাচ্ছে, এই ভয়ংকর ঘূর্নিঝড়ে উড়ে গিয়েছে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের ফেন্সিং। ফলে যে কোনো মুহুর্তে গ্রাম গুলিতে অবাধ যাতায়াত করতে পারে ভয়াল ‘ দি রয়্যাল বেঙ্গল টাইগার ‘। করোনা, আমফানের মধ্যে নতুন করে বাঘের আক্রমণের ভয়ে কাঁটা সুন্দরবনের গ্রামগুলি।

জানা যাচ্ছে, ঝড় শুরু হতেই স্থানীয় কন্ট্রোল রুম, ঘরের চাল সব উড়ে যেতে থাকে। সজনেখালি রেঞ্জ থেকে সরিয়ে দিতে হয় ট্রানক্যুলাইজার টিম। ছিঁড়ে গিয়েছে বিস্তীর্ণ অংশের ফেন্সিং। ভেঙে গিয়েছে পাখিরালয়ের জেটিও।
এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসেব করা সম্ভব হচ্ছে না। ঠিক কোন কোন এলাকায় কি কি ক্ষতি হয়েছে হিসেব করে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। তার মেরামতের জন্যও সময় লাগবে যথেষ্ট। এই পরিস্থিতিতে লাগোয়া গ্রামগুলোতে বাঘের আক্রমণ এর আশঙ্কা থাকছেই।
পাশাপাশি, বিস্তীর্ণ অঞ্চলে লোডশেডিং। যার ফলে যোগাযোগ করতে পারছেন না বনকর্মীরা। রেডিও ট্রান্সমিটারের সাহায্য নেওয়া হলেও তা খুব কার্যকরী হচ্ছে না। বনমন্ত্রী জানিয়েছেন, সেই সময় যারা কাজ করছিলেন তাদের প্রথমে প্রাণ বাঁচাতে বলা হয়েছিল। এই তাণ্ডব এর মধ্যেও বন কর্মীরা যথেষ্ট তৎপর বলেই জানান তিনি।





Made in India