বাংলা হান্ট ডেস্কঃ কেরলের (kerala) সচিবালয়ের উত্তর ব্লিকের প্রোটোকল বিভাগে মঙ্গলবার বিকেলে অগ্নিকাণ্ড ঘটল। দমকল বিভাগের সুত্র থেকে জানা যায় যে, আগুনে নিয়ন্ত্রণ করা হয়েছে। সুত্র থেকে জানা যায় যে, ওই বিভাগে বিকেল প্রায় পৌনে পাঁচটা নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর দমকল বিভাগের গাড়ি তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়।
সচিবালয়ে রক্ষণাবেক্ষণ সেলের অতিরিক্ত সচিব পি হানি বলেন, একটি কম্পিউটারে শর্ট সার্কিট হওয়ার কারণে এই আগুন লাগার আশঙ্কা জাহির করা হয়েছে। উনি জানান, এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। আধিকারিকরা জানান, ‘কোন গুরুত্বপূর্ণ ফাইল অথবা নথি নষ্ট হয় নি, সবকিছু সুরক্ষিত আছে। আর এঁটে কোন হতাহতের খবর নেই।” আরেকদিকে বিরোধীরা অভিযোগ করে বলেছে যে, সোনা পাচার কেস ধামাচাপা দেওয়ার জন্য এই আগুন লাগানো হয়েছে।





Made in India