বাংলা হান্ট ডেস্কঃ উত্তর পূর্ব রাজ্য মিজোরামের লুঙ্গলেই এবং লংটাই জেলার জঙ্গলে প্রায় ৪৮ ঘণ্টা ধরে ভয়াবহ আগুন লেগেছে। আগুন জঙ্গল ছাড়িয়ে মানুষের বসতি পর্যন্ত এগিয়ে গিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, অসম রাইফেলস, বিএসএফ-এর জওয়ান, স্থানীয় মানুষ এবং সরকারের দমকল বিভাগ এই আগুন নেভানোর জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছে।
https://twitter.com/ZoramthangaCM/status/1386290816960790536
রবিবার রাত পর্যন্ত আগুন লাগাতার জ্বলছিল। মিজোরাম সরকারের অনুরোধে ভারতীয় বায়ুসেনা আগুন নেভানোর জন্য দুটি এমআই-১৭ বি ৫ হেলিকপ্টার পাঠিয়েছে। শনিবার সকাল ৭টা নাগাদ এই অগ্নিকান্ড ঘটে। এরপর এই ভয়াবহ আগুন লুঙ্গলেই জঙ্গল থেকে ছড়িয়ে শহর পর্যন্ত পৌঁছে যায়। এছাড়াও পাশেরই লংটাই জেলাতেও এই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
https://twitter.com/ms_aizawl/status/1386268143824228355
মিজোরামের ডিআইপিআর দ্বারা প্রেস বার্তায় দেওয়া বয়ান অনুযায়ী, লুঙ্গলেই শহরের জোতালং, সারকন, চানমারী এলাকায় আগুন কয়েকটি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। এই আগুন থেকে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। জেলাশাসক কুলোথুনগান বলেন, ‘আগুন মানব বসতির দিকে ছড়িয়ে পড়েছে। প্রশাসন সবাইকে বাড়িঘর খালি করার পরামর্শ দিয়েছে।”





Made in India