নিজস্ব সংবাদদাতা,মৌরেশ্বর-বীরভূম: বীরভূমে ফের উত্তেজনা, এবার ময়ুরেশ্বরে বিজেপি কর্মীর পল্টি ফার্মে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ টিএমসি এর
বিরুদ্ধে।

পুরেটাই গত ২জুন ষাটপলসা গ্রামের এক তৃণমূল কর্মীকে মারধর করে, কয়েকজন বিজেপি কর্মী এমনটাই আভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে ।পুরো ঘটনাকে কেন্দ্র করে শাসকদের কর্মীরা এই কাজ করছে বলে অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মীদের। স্থানীয় বিজেপি নেতা সন্দীপ ঘোষ জানাই, “পুরোটাই তৃণমূলের গোষ্ঠী দন্ধ,আমাদের কোনো কর্মী এরকম কাজ করেনি “।
পল্ট্রি ফার্মে আগুন, আভিযোগের তির শাসক দলের দিকে
সম্পর্কিত খবর





Made in India