বাংলাহান্ট ডেস্ক : ছোটবেলায় স্কুলে পড়ার সময় পরীক্ষা (Examination) নামক শব্দটি শুনলে অনেকেরই পিলে চমকে যেত। এমনকি কলেজে ওঠার পর বা বিভিন্ন চাকরির পরীক্ষার কথা শুনলেও অনেকেরই বুক ঢিপ ঢিপ করে ওঠে। স্কুলের সাধারণ পরীক্ষা হোক বা অন্য কোনও কম্পিটিটিভ এক্সাম (Examination), পরীক্ষা মানেই অনেকের কাছে আতঙ্ক।
ভারত তথা বিশ্বে প্রথম পরীক্ষা (Examination) শুরু
গোটা পৃথিবীর প্রত্যেক মানুষই কোনও না কোনও সময় মুখোমুখি হয়েছেন পরীক্ষা (Examination) ব্যবস্থার। তবে তার সাথে আমাদের অনেকের মনে জেগেছে একটি প্রশ্ন, কে বা কারা এই পরীক্ষা ব্যবস্থার সূচনা করে? ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের পরীক্ষা দিতে হয় স্কুলে, কলেজে, টিউশনে। এছাড়াও প্রথাগত শিক্ষার বাইরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও অংশগ্রহণ করেন অনেকে।
আরোও পড়ুন : দুর্দান্ত সুযোগ! এবার কপাল খুলবে চাকরিপ্রার্থীদের! লোক নিচ্ছে RBI, দেখুন কীভাবে আবেদন করবেন
ছোটবেলা থেকে আমরা বিভিন্নরকম ভাবেই এই পরীক্ষা ব্যবস্থার মুখোমুখি হই। নির্দিষ্ট বিষয় সম্পর্কে পড়ুয়ার কতটা জ্ঞান রয়েছে তা যাচাই করার জন্য পরীক্ষা নেওয়া হয়ে থাকে। ১৯ শতকে বিশ্বে প্রথম পরীক্ষা ব্যবস্থার ধারণা সূচনা করেছিলেন আমেরিকান সমাজসেবী ও ব্যবসায়ী হেনরি ফিশেল। সাধারণ শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি পরীক্ষা (Examination) করার জন্য তিনি এই ব্যবস্থা শুরু করেন।
আরোও পড়ুন : Optical Illusion : রান্নাঘরের ভিতরে লুকিয়ে আছে একটি শিশু! খুঁজে পেলেই আপনি জিনিয়াস
প্রাচীন ভারতে সেইভাবে পরীক্ষা (Examination) ব্যবস্থার কোনও চল ছিল না। শিক্ষার প্রতিটি পর্যায়ের পর গুরু ও শিক্ষার্থীরা সমাবর্তন করতেন শ্রোতাদের সামনে। সেখানে তাদের ভবিষ্যতের জন্য ভালো উপদেশ দিয়ে বিদায় জানানো হত গুরুকুল থেকে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভারতে কবে থেকে শুরু হয়েছিল পরীক্ষা ব্যবস্থা? ভারতে প্রথমবারের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল ১৮৫৩ সালে।

এই পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয় সরকারি কর্মী। ভারতের অন্যতম একটি জনপ্রিয় পরীক্ষা হল IAS। ব্রিটিশ আমলে আইএএস পরীক্ষার সূচনা হয়েছিল। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ভারতের ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে হস্তান্তর হয় ব্রিটিশ রাজের কাছে। তারপর ভারতের প্রশাসনিক পরিষেবা পরিচিত হয় ভারতীয় সিভিল সার্ভিস নামে।





Made in India