বাংলাহান্ট ডেস্কঃ কথায় বলে ভাগ্য সহায় থাকলে, ছেঁড়া কাথায় শুয়ে দেখা লাখ টাকার স্বপ্নও একদিন সত্যি হয়ে যায়। আর এবার হলও তাই। দৈনিক ১৮০ টাকা আয় করে অভাবের সংসারে কোনক্রমে দিন কাটত মৎস্যজীবী মজনুর। কিন্তু হঠাতই খুলে গেল ভাগ্য। রাতারাতি হয়ে গেলেন কোটিপতি।
নদিয়ার (nadia) পলাশিপাড়া থানার বারনিয়া রতনপুরের বাসিন্দা মজনু দফাদার পেশায় একজন মৎস্যজীবী। খালে বিলে মাছ ধরে কখনও ১৮০ টাকা আবার কখনও ২০০ টাকা আয় করতেন দিনে। আর এই অর্থ দিয়েই অতিকষ্টে বৃদ্ধ মা-বাবাকে নিয়ে ১০ জনের সংসার চালাতেন তিনি।

সংসারে অভাব অনটন থাকলেও, ভাগ্য ফেরার আশায় লটারির টিকিট কাটতেন মজনু দফাদার। আর রোজকারের মত গত শনিবার অর্থাৎ নতুন বছরের প্রথম দিনও সে লটারির টিকিট কাটে। আর তাতেই খুলে যায় ভাগ্য। নতুন বছরের সঙ্গে সঙ্গে মজনু দফাদারের জীবনেও আসে একরাশ খুশি।
টিকিট মিলিয়ে দেখে, প্রথম পুরস্কার কোটি টাকা জিতে নিয়েছে সে। আর এই খবর পেয়েই আনন্দে আত্মহারা হয়ে যায় মজনু দফাদার। দুঃখের দিন শেষে, এবার খুশির দিন দেখতে চলেছে দফাদার পরিবার। বৃদ্ধ বাবা মাকে নিয়ে এবার দুবেলা মুঠো খাবার খেয়ে দিন কাটাতে পারবেন বলে ভাবছে এই দরিদ্র পরিবারটি। এই ঘটনার পর, তাঁর বাড়িতে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের ভিড় লেগেই রয়েছে। সকলেই মজনুর এই ঘটনায় খুশি প্রকাশ করেছে।
 
			 





 Made in India
 Made in India